• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

বিএনপির উকিলরা আইনি দৃষ্টিকোণ থেকে আ’লীগের আসামীদের পক্ষে দাঁড়াচ্ছেন …….. পিপি জালাল উদ্দিন

বিএনপির উকিলরা আইনি
দৃষ্টিকোণ থেকে আ’লীগের
আসামীদের পক্ষে দাঁড়াচ্ছেন
…….. পিপি জালাল উদ্দিন

# মোস্তফা কামাল :-
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর কিশোরগঞ্জের আদালতের চিত্র পাল্টে গেছে। পিপি, জিপিসহ সকল আইন কর্মকর্তার পদ এখন আওয়ামীপন্থি আইনজীবীদের হাত থেকে চলে গেছে বিএনপিপন্থি আইনজীবীদের হাতে। প্রতিবার সরকার বদলের পর এসব পদেও স্বাভাবিক নিয়মেই বদল হয়ে থাকে। এখন বিএনপির আইনজীবীরা পাচ্ছেন নতুন নতুন মামলা। এমনকি বৈষম্য বিরোধী মিছিলে হামলার মামলায় আসামি হওয়া আওয়ামী পরিবারের ব্যক্তিরাও এখন সহজে জামিনের আশায় যাচ্ছেন বিএনপির আইনজীবীদের কাছে। বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলে এমন তথ্যই জানা গেছে।
আওয়ামী বলয়ের এবং বিএনপি বলয়ের বাইরের কয়েকজন আইনজীবী জানিয়েছেন, আদালত পাড়ায় এখন তাঁদের দুর্দিন যাচ্ছে। মানুষের ধারণা, বিএনপির আইনজীবীদের এখন ক্ষমতা বেশি। আদালতে তাঁদের কিছু বাড়তি প্রভাব রয়েছে। যে কারণে বিএনপির আইনজীবীদের কাছে মামলা যাচ্ছে বেশি। এমনকি বিএনপি বলয়ের বাইরের আইনজীবীদের হাত থেকে কিছু পুরনো মামলাও মোয়াক্কেলরা নিয়ে গিয়ে বিএনপির আইনজীবীদের দিচ্ছেন বলে জানা গেছে।
একাধিক আইনজীবী জানিয়েছেন, ফৌজদারি মামলার মধ্যে সবচেয়ে স্পর্শকাতর মামলা হচ্ছে হত্যা মামলা। হত্যা মামলায় সাধারণত আসামি পক্ষ মোটা টাকার বিনিময়ে সবসময় জ্যেষ্ঠ ও অভিজ্ঞ আইনজীবীদের রাখার চেষ্টা করেন। এরকম কয়েকজন আইনজীবী জানান, তাঁদের হাত থেকে বেশ কিছু পুরনো হত্যা মামলা মোয়াক্কেলরা নিয়ে গেছেন। এসব মামলায় এখন শুনানি করছেন বিএনপির আইনজীবীরা। এমনকি বৈষ্যম্য বিরোধী আন্দোলনের মামলার আসামিরাও আওয়ামী বলয়ের আইনজীবীদের কাছে যেতে ভরসা পাচ্ছেন না। যাচ্ছেন বিএনপিপন্থি আইনজীবীদের কাছে। আওয়ামী লীগের গায়ে ‘ফ্যাসিস্ট’ ট্যাগ পড়ায় এবং আইন কর্মকর্তারা বিএনপিপন্থি হওয়ার কারণেই মূলত এমনটি হচ্ছে বলে জানা গেছে।
এদিকে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের সভাপতি ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জালাল উদ্দিন জানিয়েছেন, সরকারি আইন কর্মকর্তাদের পদগুলো মূলত রাজনৈতিক পদ। ফলে সরকার বদলের পর এসব পদে স্বভাবতই বদল ঘটে থাকে। তিনি বলেন, আওয়ামী লীগের আসামিদের বিএনপির আইনজীবীরা মামলায় সহায়তা দিচ্ছেন বলে এক ধরনের অভিযোগ ওঠছে। আইন কর্মকর্তারা কখনও আসামি পক্ষে শুনানি করতে পারেন না। তাঁরা সরকার পক্ষে মামলা পরিচালনা করেন। কিন্তু বিএনপির যারা আইন কর্মকর্তা হননি, তাঁদের কেউ কেউ পেশাগত কারণে এসব মামলা পরিচালনা করছেন। আবার বিএনপির কোন কোন জ্যেষ্ঠ আইনজীবী তাঁদের জুনিয়রদের দিয়ে মামলার ওকালতনামায় পাওয়ার দিয়ে এসব মামলার শুনানিতে অংশ নিচ্ছেন। এটা আইনের দৃষ্টিতে কোন অন্যায় নয়। কারণ আইনজীবীরা একটি পেশায় আছেন। আবার আসামিরা মনে করেন, আওয়ামী আইনজীবীরা এখন একটা বদনামের মধ্যে আছেন। আদালতে জোর গলায় শুনানি করতে পারেন না। অন্যদিকে বিএনপির আইনজীবীরা সাহস নিয়ে শুনানি করতে পারেন বলে আসামিরা মনে করেন। সেই কারণেও তারা বিএনপির আইনজীবীদের কাছে আসেন।
তবে নৈতিক কারণে হয়ত বিএনপির কোন কোন আইনজীবী এসব মামলা নাও নিতে পারেন। নিলে অন্যায় হবে, এমনও নয়। আইনজীবীরা তাঁদের পেশাগত জায়গা থেকে কাজ করছেন। এখানে আওয়ামী লীগকে সহায়তা করার অভিযোগটি অবান্তর, আইনজীবী কাজ করেন একজন বিচারপ্রার্থীর হয়ে। বিচার প্রার্থীদের আইনি সহায়তা দেওয়াই আইনজীবীদের কাজ। আর মামলায় কি আদেশ দেওয়া হবে, আইনগত দিক বিবেচনা করে সেটা নির্ধারণ করবেন আদালত। তবে আওয়ামী লীগের ১৬ বছরে আওয়ামী লীগের কোন আইনজীবী বিএনপির রাজনৈতিক মামলার আসামিদের পক্ষে ওকালতনামায় পাওয়ার দেননি বা লড়াই করেননি। বিএনপির আইনজীবীরাই তাঁদের আইনি সহায়তা দিয়েছেন বলে পিপি জালাল উদ্দিন মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *