# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের পৌনে তিনশ’ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগায় মাওলানা ফরিদ উদ্দীন মাসউদকে পরিবর্তন করে আবার পুরোনো ইমাম মাওলানা একেএম সাইফুল্লাহকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঈদগা কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে ২ মার্চ রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঈদ জামাত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঈদগা কমিটির সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মাওলানা সাইফুল্লাহকে পরিবর্তন করে ইসলাহুল মুসলিমীন বাংলাদশের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দীন মাসউদকে ইমাম নিয়োগ দেওয়া হয়েছিল। ইমাম সাইফুল্লাহ জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ রাব্বানীর ছোট ভাই। এ কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ছিল। তবে ইমাম সাইফুল্লাহ কোন রাজনীতির সাথে যুক্ত নন। তাঁর পুনর্বহালের একটি জোরালো দাবি সব সময়ই ছিল। কারণ, তাঁর বয়ান সাধারণ মুসল্লিদের প্রবলভাবে আকর্ষণ করতো।
মাওলানা সাইফুল্লাহ জানিয়েছেন, তিনি ২০০৪ সাল থেকে শোলাকিয়ায় ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁকে ২০০৯ সালের ২ সেপ্টেম্বর ইমামতি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।