# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ইফতার বাজার জমজমাট। সারা শহরে শতাধিক ইফতারের দোকান সাজানো হয়েছে। এগুলির অধিকাংশই বিভিন্ন খাবার হোটেলের উদ্যোগে করা হয়েছে। প্রতিটি হোটেলের সামনের ফুটপাত বা করিডোরে রকমারি ইফতার উপকরণ দিয়ে লম্বা টেবিল সাজানো হয়েছে। আবার হোটেলের বাইরে বেশ কিছু ইফতারের দোকান হয়েছে মৌসুমি। কিছু মিষ্টির দোকানের সামনেও জিলাপি, আমৃতি, বুদিয়াসহ কিছু মিষ্টি আইটেম নিয়ে টেবিল সাজানো হয়েছে।
২ মার্চ রোববার প্রথম রোজার দিন শহর ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এর মধ্যে স্টেশন রোডের গাংচিল রেস্তরাঁর মালিক আবু সাঈদ জানিয়েছেন, তাঁরা এবার মুড়ি, পিঁয়াজু, কয়েক প্রকার চপ, ছোলা, বেগুনি, শিক কাবাব, টিকিয়া, মুরগির ফ্রাই, জিলাপি, বিরিয়ানি আর হালিমসহ অন্তত ৭৫টি ইফতার আইটেম করেছেন। তাঁর দোকানে ১০ টাকা থেকে ৩৫০ টাকার আইটেম করা হয়েছে। দোকানে ক্রেতাদের প্রচুর ভিড়ও দেখা গেছে। শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানাসহ অনেককেই এখান থেকে ইফতার কিনে নিয়ে যেতে দেখা গেছে। রোজার সময় অনেক আইটেম বাসায় তৈরি করা সম্ভব হয় না। ফলে কিছু মুখরোচক আইটেম বাইরে থেকে নিয়ে যান বলে জানালেন পুরানথানা এলাকার ক্রেতা শাহাব উদ্দিন। মিষ্টি আইটেমের মধ্যে বেশি বিক্রি হচ্ছে লাল জিলাপি। স্টেশন রোডের মদনমোহন মিষ্টির দোকানের সামনে লাল জিলাপি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি। জিলাপির ক্রেতাও নেহায়েত কম নয়।