# নিজস্ব প্রতিবেদক :-
এক সময় কিশোরগঞ্জের হাওরাঞ্চলকে মনে করা হতো অত্যন্ত পশ্চতপদ ও অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, যোগাযোগ, জীবনযাপন, সংস্কৃতিসহ সব দিক থেকেই ছিল জেলার অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক পেছনে। সেই সময় পাল্টে গেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে সামগ্রিক জীবন প্রণালীর ওপর উন্নয়নের ছোঁয়া লেগেছে।
হাওরের স্কুল শিক্ষার্থীরা এখন মাল্টিমিডিয়ায় উপস্থাপন করছে জলবায়ু অভিঘাতের কুফল সম্পর্কে নানা ধরনের কন্ট্যান্ট। নিজেরাই তৈরি করছে কন্ট্যান্ট। এরপর মিলনায়ত ভর্তি অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে সাবলিল ভঙ্গিতে সেটি উপস্থাপন করছে। সবাইকে সতর্ক করছে, আগামী দিনে নিজেদের পরিবেশকে রক্ষায় কিভাবে দূষণ রোধ করতে হবে, কিভাবে নিজেদেরকেই ভূমিকা রাখতে হবে।
বেসরকারি সংস্থা পপি’র (পিপলস ওরিয়েন্টেড প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন) আয়োজনে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গভীর হাওর উপজেলা নিকলীতে ‘জলবায়ু পরিবর্তন : আমাদের করণীয়, শিক্ষার্থীদের ভাবনায় টেকসই ভবিষ্যত’ প্রতিপাদ্য নিয়ে এরকমই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলা পপির সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিকলীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন, একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দে, শহীদ স্মরণিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাফিউদ্দিন ও জিসি পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার বলেন, তিনি যখন ২০০১ সালে স্কুলে পড়েন, তখন এরকম মাল্টিমিডিয়ার যুগ ছিল না। এটা কল্পনাও করা যেত না। ফলে জ্ঞান জগতের অনেক কিছু থেকে তারা বঞ্চিত হয়েছেন, পিছিয়ে ছিলেন। এখকার শিক্ষার্থীরা সৌভাগ্যবান। তাদের সামনে মাল্টিমিডিয়ায় বিভিন্ন বিষয় উপস্থাপন করা হচ্ছে। তারা সমৃদ্ধ হচ্ছে। মোবাইল প্রযুক্তিকে ব্যবহার করে যেন সবাই জ্ঞান জগতকে আরও সমৃদ্ধ করে, তিনি শিক্ষার্থীদের প্রতি সেই আহবান জানিয়েছেন।
চারটি নদীর নামে তৈরি করা ফুলেশ্বরী, সোয়াইজনী, ঘোড়াউত্রা ও নরসুন্দা গ্রুপের শিক্ষার্থীরা প্লাস্টিক, পলিথিন, খাদ্য, কৃষি ও জীব বৈচিত্র্য নিয়ে তাদের কন্ট্যান্ট উপস্থাপন করে। তাদের উপস্থাপনায় যেমন ছিল নতুনত্ব, তথ্য-উপাত্ত, তেমনি ছিল সাবলিলতা, গতিময়তা। কোন জড়তা পরিলক্ষিত হয়নি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের একক ও দলীয় সঙ্গীত এবং পুরস্কার বিতরণেরও আয়োজন ছিল।