# নিজস্ব প্রতিবেদক :-
অবসরে চলে যাবেন মে মাসের প্রথম দিন। তাই শেষ সময়ে যা কামাই করে নেওয়া যায়। এটাই যেন মিশন হয়ে দাঁড়িয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) জালাল উদ্দিনের। নেমেছেন বদলি বাণিজ্যে। কিন্তু ধরা খেলেন পাঁচ শিক্ষকের কাছে। কথামত কাজ না হওয়ায় পাঁচ শিক্ষক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মজিব আলমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
মজিব আলম জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি তাঁর কাছে লিখিত অভিযোগগুলো এসেছে। ফলে ২০ ফেব্রুয়ারি তিনি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জুয়েল আশরাফের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। কমিটির অন্য দুই সদস্য হলেন অপর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম রুহুল আমিন ও পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া। তাদেরকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কয়েকজন শিক্ষক জানিয়েছেন, টিইও জালাল উদ্দিন করিমগঞ্জের বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে বদলির ব্যবস্থা করে দেবেন মর্মে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। কিন্তু পারেননি। এদের মধ্যে নারী শিক্ষকও রয়েছেন। ধরা খেয়ে টিইও জালাল উদ্দিন একাধিক শিক্ষকের বাড়ি গিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য। শিক্ষকরা জানান, কয়েক মাস আগেও টিইও জালাল উদ্দিনের বিরুদ্ধে ছদ্ম পরিচয়ে এক শিক্ষক খেলাধুলাসহ বিভিন্ন খাতের টাকা আত্মসাতের অভিযোগ এনে ডিপিইও’র কাছে ই-মেইলে অভিযোগ দিয়েছিলেন। তখনও তদন্ত কমিটি করা হয়েছিল। তখন টিইও বেশ কিছু শিক্ষককে অফিসে ডেকে নিয়ে তার পক্ষে সাফাই সাক্ষী হিসেবে স্বাক্ষর নিয়েছিলেন বলে জানা গেছে। এভাবে কোন রকমে তখন রেহাই পেয়েছিলেন।
এ ব্যাপারে টিইও জালাল উদ্দিনের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, যারা বদলির জন্য আবেদন করেন, তাঁরা মূলত যুক্তি হিসেবে উপস্থাপন করেন বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব, প্রতিবন্ধী কোটা, বিধবা কোটা, তালাকপ্রাপ্তা কোটা ও অভিজ্ঞতার বিষয়গুলো। যাদের বদলি হয়নি, তাঁরাই ঘুষ লেনদেনের মিথ্যা অভিযোগ এনেছেন। এসব অভিযোগ ভিত্তিহীন। তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হবেন বলে দাবি করেছেন।
তিনি আরও বলেন, এর আগেও একজন বিভিন্ন দুর্নীতির পয়েন্ট উল্লেখ করে অভিযোগ করেছিলেন। কিন্তু অভিযোগকারী ছদ্ম পরিচয় ব্যবহার করেছিলেন বলে তদন্তের সময় তার সাথে কেউ কথা বলার সুযোগ পাননি। এছাড়া শিক্ষকরা টিইও’র পক্ষে সাক্ষ্য দিয়েছেন বলে অভিযোগ মিথ্যা বলে গণ্য হয়েছিল।