# নিজস্ব প্রতিবেদক :-
নুহা মনি নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী মঙ্গলবার বেলা ১২টার দিকে হোসেনপুরের গোবিন্দপুর এলাকার প্রাপ্তি আইডিয়াল স্কুল নামে কিন্ডারগার্টেন স্কুলে যাবার পথে একটি অটোরিকশা চাপা দিলে ঘটনাস্থলেই মারা গিয়েছিল। নুহা দক্ষিণ গোবিন্দপুর গ্রামের প্রবাসী নজরুল ইসলামের মেয়ে। নুহা মনি নিহতের বিচার ও দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ২২ ফেব্রুয়ারি শনিবার বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। তবে দুর্ঘটনার পর পার্শ্ববর্তী ডাংরি এলাকার অটোচালক দিদার মিয়া পালিয়ে গিয়েছিলেন।
এই মৃত্যুর বিচার ও দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনদুর্ভোগ নিরসন কমিটির সভাপতি মো. আলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফকিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আফাজ উদ্দিন, ইউনিয়ন যুব দলের সভাপতি সোহেল রানা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফয়জুন্নাহার বীথি। এদিকে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। ফলে অটোচালকও আটক হননি।