# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জের ব্যবসায়ীর বাড়িতে চুরি হয়েছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় ২৩ ফেব্রুয়ারি রোববার সকাল ১১টা ৪১ মিনিটে করিমগঞ্জ উপজেলার পূর্ব খয়রত এলাকায় এ ঘটনা ঘটে।
মরিচখালী বাজারের ব্যবসায়ী রিফাত ইসলাম মাসুম জানান, তাঁর বাড়িতে এ সময় কেউ ছিল না। এ সুযোগে তাঁর বাড়ির জানালার দরজা খোলা থাকায় ঘরে ডুকে ট্রাং খোলে ফেলে চোর। ঘরে থাকা একটি আংটি, হাতের বালা স্বর্ণালংকারসহ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় করিমগঞ্জ থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।