# মিলাদ হোসেন অপু :-
রাস্তা দখল করে মালামাল লোড আনলোড করায় ৩ ট্রাক ড্রাইভারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশের বৃহত্তর ব্যবসায়ীক নদী বন্দর ভৈরব। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার ভৈরবের আশপাশের জেলা ও উপজেলার প্রায় লক্ষাধিক নারী পুরুষ ভৈরবে আসে। কিন্তু কিছু অসাধু ট্রাক ড্রাইভারের অসচেতনতা ও রাস্তায় অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। প্রতিদিন ভৈরব বাজার প্রবেশদ্বার বঙ্গবন্ধু সরণিতে বিভিন্ন জেলার বড় বড় ট্রাক দখল করে রাখে। স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ৩ ট্রাক চালককে জরিমানা করা হয়েছে। ট্রাক ড্রাইভারদের মধ্যে আনোয়ার হোসেনকে ৫ হাজার টাকা, মোস্তফা মিয়াকে ২ হাজার টাকা ও হযরত আলিকে ২ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফী বলেন, ভৈরব ব্যবসায়ীক নদী বন্দর এলাকা। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে আসা ট্রাক ভৈরব বাজারমুখী প্রধান সড়ক দখল করে রাখে। রাস্তা এমনিতেই ছোট। অবৈধভাবে ট্রাক রেখে মালামাল লোড আনলোড করার কারণে জনসাধারণ ভোগান্তিতে পড়ে। বিশেষ করে বুধবার সাপ্তাহিক হাট থাকায় ভৈরবসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা ক্রেতা ও বিক্রেতাদের ভোগান্তি সীমাহীন ভাবে বেড়ে যায়। বুধবার দুপুরে ৩ ট্রাক ড্রাইভারকে ৯ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।