• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে পুকুরে ডুবে অজ্ঞাত যুবতীর মৃত্যু অহিদ মিয়াকে সভাপতি ও হোসেন আলীকে সাধারণ সম্পাদক করে ভৈরব জ্বালানী তৈল পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে চার লাখ টাকা আদায় বাসদ (মার্ক্সবাদী) প্রতিষ্ঠা ও রুশ বিপ্লব বার্ষিকীতে র‌্যালি আলোচনা সভা গণঅধিকার পরিষদ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা জেন্ডার সমতা ও জলবায়ু জোট কমিটির সভা হোসেনপুরে বিপ্লব ও সংহতি দিবসে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি ভৈরবে ১ হাজার ৮০০ ইয়াবাসহ দুই নারী আটক সৌদি পাঠানোর নামে সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভৈরবে প্রবাসীর বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি

ভৈরবে খাঁজা ফুড প্রোডাক্টসকে ২ লক্ষ হক অটো মুড়ি ফ্যাক্টরিকে ১ লক্ষ ও মোল্লা ফুড প্রোডাক্টসকে ১ লক্ষ টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ৩টি ফুড প্রোডাক্টস্ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টায় শহরের রাণীর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন, র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নোমান আহমেদ পিপিএম, জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, ভৈরব পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগমসহ জেলা ব্যাটালিয়ান আনসার ও ভৈরব শহর ফাঁড়ি পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশের চলমান খাদ্যের ভেজাল নির্মূলের জন্য বিশেষ অভিযানের অংশ হিসেবে ভৈরবে বিভিন্ন ফুড প্রোডাক্টস্ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় খাঁজা ফুড প্রোডাক্টস এর বেকারি মালিক মিজান মিয়াকে ২ লক্ষ টাকা, মেসার্স হক অটো মুড়ি ফ্যাক্টরি ও তালুকদার ফুড প্রোডাক্টস এর মালিক নুরুল হক তালুকদারকে ১ লক্ষ টাকা ও মোল্লা ফুড প্রোডাক্টস এর মালিক কাইয়ুম মিয়াকে ১ লক্ষ টাকাসহ মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এদিকে মুন্না মুম্বাই ফুড প্রোডাক্টস্ এর মালিক প্রতিষ্ঠানটি তালা দিয়ে পালিয়ে গেলে মালিক আব্দুর রহমানকে আদালতে হাজির করতে ভৈরব খাদ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেন।
এ বিষয়ে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, ভেজাল খাদ্যে মানব দেহের জন্য ক্ষতিকর খাদ্য উপাদান ও ক্যান্সারের উপাদানসহ বিভিন্ন নিষিদ্ধ উপাদান পাওয়া যাচ্ছে। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেটের নির্দেশে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ফুড কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভৈরবে অভিযান পরিচালনা করে তিন ফ্যাক্টরীকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মুন্না ফুড ফ্যাক্টরী কর্তৃপক্ষ কারখানা তালাবদ্ধ করে পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে ভৈরব খাদ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *