# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৫ ফেব্রুয়ারি বুধবার রাতে আগুন দিয়ে কার্যালয়ের সামনে লিখে দেওয়া হয়েছে ‘পাবলিক টয়লেট’। এর আগে গত ৪ আগস্ট এ কার্যালয় থেকে বৈষম্য বিরোধী মিছিলে হামলা করা হলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টি গুড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বুধবার রাতে শহরের খরমপট্টি এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করেছে। এর আগে ৫ আগস্টও ম্যুরালটি ভাঙা হয়েছিল।