• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মানসম্মত শিক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা ভৈরবে অবৈধ পলিথিন ফ্যাক্টরিতে অভিযানে অর্থদণ্ড গাজায় হামলার প্রতিবাদে ভৈরবের প্রতিবাদী ছাত্র যুবকদের বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শিয়ালের মুখ থেকে মৃত অবস্থায় উদ্ধার দেড় বছরের শিশু ভাঙারি দোকান থেকে মর্টার শেল উদ্ধার গলা কেটে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভৈরবে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের উদ্বোধন নারীর দুই হাঁটুতে মোড়ানো ছিল গাঁজা স্টেশন প্লাটফর্ম থেকে গ্রেফতার

ভৈরবে বিশৃঙ্খল পরিবেশে নতুন ভোটার তালিকা হালনাগাদের অভিযোগ

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বিশৃঙ্খল পরিবেশে ছবিসহ নতুন ভোটার তালিকা হালনাগাদের অভিযোগ পাওয়া গেছে। আজ ৫ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে পৌর শহরের সরকারি কেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি বেড়ে যাওয়ায় বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন উপজেলা নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন রোমান খান।
এদিকে ভোটারদের অভিযোগ সকালে ৬টি ক্যামেরা ছবি তোলার জন্য সেট করা হলেও চারটি ক্যামেরায় সমস্যা দেখা দেয়। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। চারটি ওয়ার্ডের কয়েক শতাধিক নারী-পুরুষ একটি কক্ষে ভোটার হালনাগাদ করায় সমস্যা দেখা দিয়েছে।
এ বিষয়ে ১নং ওয়ার্ড বাসিন্দা স্বরলিপি রানী ও ফুলেশ্বরী রানী দাস বলেন, ৪ ঘণ্টা যাবত এখানে অবস্থান করছি। মানুষদের বিশৃঙ্খলার কারণে লাইনে পর্যন্ত দাঁড়াতে পারছি না। বাসায় রান্না করে দিয়ে আসি নাই। এখন পরিবারের সবাই দুপুরে না খেয়ে থাকতে হবে।
এ বিষয়ে পঞ্চবটি এলাকার বাসিন্দা অরুণা বেগম বলেন, সকাল সাড়ে আটটায় মেয়ে ও ছেলের বউকে নিয়ে এসেছি। তারা এখন ৩ ঘণ্টা যাবত লাইনে দাঁড়িয়ে আছে। কাজের কোন অগ্রগতি দেখছি না। নাতিটা আমার সাথে আছে তাকে নিয়ে কষ্টের মধ্যে রয়েছি।
হাজী আসমত কলেজ শিক্ষার্থী ও পঞ্চবটি এলাকার বাসিন্দা নাকিব মিয়া বলেন, পরীক্ষা শেষ করে ভোটার হতে এসেছি। এখানে কোন শৃঙ্খলা নেই। দুপুর হয়ে গেছে। কখন হালনাগাদ শেষ হবে কখন বাড়ি যাবো বুঝতে পারছি না।
এ বিষয়ে ভোটার হালনাগাদ তৈরীতে সাহায্যকারী কর্মকর্তা ও কমলপুর হাজী জনাব আলী স্কুল এর সহকারী শিক্ষক আব্দুর রসিদ বলেন, শুরু থেকেই ক্যামেরার সমস্যার মাধ্যমে দিনটি শুরু হয়েছে। আমরা প্রায় ১৫ জন বিভিন্ন স্কুলের শিক্ষকরা ভোটারদের সহযোগিতা করছি। আমাদের সাথে সমন্বয় করে শুরু থেকে নির্বাচন অফিস কাজ করলে বিশৃঙ্খলা হতো না।
৮নং ওয়ার্ড বাসিন্দা তাজরিয়ান বেগম ও ২নং ওয়ার্ড বাসিন্দা প্রদীপ বলেন, একটি রুমের মধ্যে নারী পুরুষ একসাথে ভোটার করতে ঢুকেছে। বিশৃঙ্খলা দেখে আমরা চলে যাচ্ছি। আবার ২৬ ফেব্রুয়ারি বুধবার সুযোগ আছে শুনেছি। তখন সুযোগ পেলে করবো।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন রোমান খান বলেন, সকালে ক্যামেরায় সাময়িক সমস্যা দেখা দিলে আমরা অল্প সময়ের মধ্যেই সমাধান করি। ভোটারদের সাথে অভিভাবকরাও ভিড় করছে বেশি তাই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আজকে ১, ২, ৩ ও ৮নং ওয়ার্ডের ৭০০ ভোটার হালনাগাদের কথা রয়েছে। যারা আজকে পারবে না তাদের জন্য ২৬ ফেব্রুয়ারি সুযোগ রয়েছে। এ বিষয়ে মাইকের মাধ্যমে সবাইকে জানানো হচ্ছে।
তিনি আরো বলেন, আমরা শৃঙ্খলা ফেরাতে থানা পুলিশের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু এখানে আসা অভিভাবক ও নতুন ভোটাররা কথা শুনছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *