• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন ভৈরবে খাঁজা ফুড প্রোডাক্টসকে ২ লক্ষ হক অটো মুড়ি ফ্যাক্টরিকে ১ লক্ষ ও মোল্লা ফুড প্রোডাক্টসকে ১ লক্ষ টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ভৈরবে ডেভিল হান্ট অপারেশনে কৃষকলীগ ও ছাত্রলীগ নেতা আটক কৃষক নেতার অপমানের প্রতিবাদে মানববন্ধন মাও. ফরিদ উদ্দীন মাসউদের এসলাহুল এজতেমা বাতিল আড়াই বছর পর ভৈরব পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন কৃষক লীগ নেতাসহ দু’জন কারাগারে নয়া দিগন্তের কুলিয়ারচর সংবাদদাতা মুহাম্মদ কাইসার হামিদ এর মাতা আর নেই বাজিতপুর উপজেলা আইনজীবী সমিতির সভাপতি সাকের, সম্পাদক ফাত্তাহ

সিজারে মারা গেলেন প্রসূতি সিভিল সার্জনকে অভিযোগ কারণ দর্শাতে নোটিশ

সিজারে মারা গেলেন প্রসূতি
সিভিল সার্জনকে অভিযোগ
কারণ দর্শাতে নোটিশ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ল্যাবএইড জেনারেল হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে অনভিজ্ঞ গাইনী চিকিৎসকের সিজারে গত ২৯ জানুয়ারি এক প্রসূতি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। অতিরিক্ত রক্তক্ষরণ সামলাতে না পেরে পাঠানো হয়েছিল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মারা যান কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া গ্রামের মুদি ও সবজি ব্যবসায়ী আলম হাসানের (৪০) স্ত্রী আকলিমা আক্তার (৩৬)। তবে চিকিৎসার কোন কাগজপত্রই রোগীর স্বামীকে দেওয়া হয়নি। সব রেখে দিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ। তবে সিজারের জন্য ১৫ হাজার টাকার চুক্তি হলেও শেষ পর্যন্ত কোন টাকা নেয়নি।
নিহতের স্বামী আলম হাসান (৪০) ২ ফেব্রুয়ারি রোববার সকালে সিভিল সার্জনের কাছে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয় হিসেবে লেখা হয়েছে, ‘মিথ্যা পদবী ব্যবহার করে ভুল বুঝিয়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রোগি মৃত্যুর যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে।’ সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ল্যাবএইড কর্তৃপক্ষকে মঙ্গলবারের মধ্যে এ ঘটনার কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। আর নিহতের স্বামীর লিখিত অভিযোগটি রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন বলে জানিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ২৯ জানুয়ারি বুধবার সকালে তিন সন্তানের মা প্রসূতি আকলিমা আক্তারের প্রসব ব্যথা উঠলে প্রথমে নেওয়া হয় জেলা শহরের ডায়াবেটিক হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক ডা. নীলা পরীক্ষা করে কোন ভাল ক্লিনিকে সিজার করার পরামর্শ দেন। তখন শহরের করগাঁও বাসস্ট্যান্ড এলাকার ল্যাবএইড হাসপতালের কর্মকর্তা ডা. হারুন-অর রশিদকে ফোন করলে তিনি সিজারিয়ানের দক্ষ চিকিৎসক আছেন বলে জানান। এরপর বেলা ১২টার দিকে রোগীকে সেখানে ভর্তি করলে কয়েকটি পরীক্ষা করানো হয়। পরে একটি কাগজে স্বামী আলমের স্বাক্ষর নিয়ে রোগিতে বেলা সাড়ে ১২টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে ডা. তাবাসসুম ফেরদৌস ও তাঁর স্বামী ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. ইউসুফ হোসেন সিজার করে একটি কন্যা সন্তানের প্রসব করান। কিন্তু আকলিমার সিজারের জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ডা. ইউসুফ তখন জানান, রোগীর সিজারের জায়গায় সেলাই নিচ্ছে না। এখনই ময়মনসিংহে নিতে হবে। তারাই একটি অ্যাম্বুলেন্স এনে ময়মনসিংহে নেওয়ার ব্যবস্থা করে দেন। রোগী ও স্বজনদের সাথে ল্যাবএইডের হারুন নামে একজন স্টাফও গিয়েছিলেন। তবে ল্যাবএইডে সিজারের জন্য কোন টাকা রাখেনি।
বিকালে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে রোগীকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক এসে জানান, রোগীর অবস্থা আগেই খারাপ করে ফেলেছে। ফলে রোগী মারা গেছেন। একই অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে কিশোরগঞ্জ আসার পথে কৌশলে ল্যাবএইডের হারুন চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্র নিয়ে যান। এরপর বলেন, রোগীর কোন কাগজপত্র নেই। মামলা হবে না। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার আকলিমাকে দাফন করা হয়েছে। লিখিত অভিযোগে সিভিল সার্জনের কাছে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
ডা. তাবাসসুম ফেরদৌসের পরিচিতি হিসেবে ল্যাবএইড হাসপাতাল ও ভিজিটিং কার্ডে লেখা রয়েছে, তিনি গাইনী বন্ধ্যাত্ব স্ত্রী রোগ চিকিৎসক ও সার্জন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অনারারি মেডিক্যাল অফিসার ও কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অনারারি মেডিক্যাল অফিসার। প্রসূতির স্বামীর লিখিত অভিযোগে এসব পদবীকে ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করা হয়েছে। আকলিমার স্বামী আলম জানান, আগের তিনটি সন্তানও সিজারের হয়েছে বলে জানানো হয়েছিল। এরপরও তারা কোন সমস্যা হবে না বলে সিজার করতে গিয়ে তাঁর স্ত্রীকে মেরে ফেলেছেন।
এ ব্যাপারে ডা. তাবাসসুম ফেরদৌসের স্বামী ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. ইউসুফ হোসেনকে ফোন করলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, ‘ডা. তাবাসসুম একজন দক্ষ গাইনী চিকিৎসক। ল্যাবএইডে সঠিকভাবেই সিজার করা হয়েছে। একজন রোগীর সমস্যা হতেই পারে। রোগী মারা গেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ফলে মৃত্যুর দায় তাদের, ল্যাবএইডের নয়।’
এদিকে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার জানান, নবীন ডাক্তার যারা প্রশিক্ষণ নিতে সেখানে যান, তারাই মূলত ‘অনারারি চিকিৎসক’ লিখে থাকেন। কিন্তু তাঁর হাসপাতালের গাইনি ও অবস বিভাগে তাবাসসুম ফেরদৌস নামে কোন প্রশিক্ষণার্থীর নাম তিনি পাননি।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, ল্যাব এইড কর্তৃপক্ষকে মঙ্গলবারের মধ্যে এ ঘটনার কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। আর নিহতের স্বামীর লিখিত অভিযোগটি ২ জানুয়ারি রোববারই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *