# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরের সিদলা ইউনিয়নের সাহেবেরচর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলণের খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশের সহায়তায় ৬ জানুয়ারি সোমবার সকালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ড্রেজার নিয়ে পালিয়ে গেলেও বালু পরিবহনে নিয়োজিত লড়ি ট্রাকের ডাইভার ও হেলপারকে আটক করে আদালত। পরে লড়ি ট্রাকের মালিক সাদ্দাম হোসেন (২৪) এর কাছ ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। তিনি সদর উপজেলার মারিয়া এলাকার নয়ন মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক এ জরিমানা আদায় করেন বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মন।