• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরের ১১ ইউনিয়নে চলছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ভৈরবে ড্রেজার দিয়ে খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড পাকুন্দিয়ায় পথচারীদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ অধিগ্রহণকৃত প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে আছে স্টেশনে, যাত্রীদের চরম দুর্ভোগ করিমগঞ্জ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ মো. সিদ্দিক উল্লাহ কমলপুর পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মা-বাবাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৩ মাসের সাজা টিকটকে আসক্ত কিশোরীকে মোবাইল টিপতে মা বাধা দেয়ায় ফাঁসিতে আত্মহত্যা রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ বিরাজ করছে উত্তেজনা

বাজিতপুর ইউএনও একাই গুরত্বপূর্ণ পাঁচ দপ্তরের দায়িত্বে

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশারগঞ্জের বাজিতপুর উপজলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম একাই পালন করছেন গুরত্বপূর্ণ পাঁচ পদের দায়িত্ব।
জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার দেশের সব জেলা পরিষদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছে। এছাড়া পৌরসভার মেয়র এবং কাউন্সিলরদেরও অব্যাহতি দেয়া হয়েছে। বিলুপ্ত ঘোষণা করা হয় বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ। ফলে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব এসে পড়ে দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত নির্বাহী অফিসাদের কাঁধে। তারই অংশ হিসেবে বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম বর্তমান উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি উপজেলা পরিষদ, পৌরসভার মেয়র, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি, বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমিতা গুহ ইভা মাতৃত্বকালীন ছুটিতে থাকায় তাঁর দায়িত্বও পালন করতে হচ্ছে তাঁকে।
এ বিষয়ে বাজিতপুর হাফেজ আবদুর রাজ্জাক পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান বলেন, একজন ইউএনও উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা। তিনি উপজেলার সকল হাইস্কুল-মাদ্রাসা এবং কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি। এজন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমাদের তাঁর কাছেই যেতে হয়। গেলেই দেখি তিনি নানান কাজে অনেক ব্যস্ত থাকেন। তাঁকে এতো চাপের মধ্যে রাখা মোটেও ঠিক হচ্ছে না।
উপজেলা বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, বর্তমান ইউএনও’র উপর অনেক দায়িত্ব। যা সামলানো খুবই কষ্টসাধ্য। তবুও তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের নাগরিকদর খুবই নিখুঁতভাবে সেবা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন। যা সত্যিই প্রশংসার দাবিদার। আমার দৃষ্টিতে বাজিতপুরের বর্তমান ইউএনও একজন কর্মপরায়ণ মানুষ।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই ইউএনও স্যারের দায়িত্ব দিন দিন বেড়েই চলছে। এতে আমাদেরও কাজের চাপও বাড়ছে। বর্তমানে আমাদের রাত-বিরাতও অফিশিয়াল অনেক কাজ করতে হচ্ছে। অনেক সময় কাজের চাপে সময়মতো খাওয়ারও সুযোগ হয় না। এছাড়া গণশুনানি, ভ্রাম্যমাণ আদালত, বিভিন্ন বিরোধ মীমাংসা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিতকরণসহ প্রতিদিন নানাবিধ সামাজিক কর্মকাণ্ডও পরিচালনা করে যাচ্ছেন।
এ প্রসঙ্গে ফারাশিদ বিন এনাম বলন, বিসিএস প্রশাসন ক্যাডারগণ সর্বদা সরকার ও জনগণের কাছে দায়বদ্ধ এবং সেবা প্রদান করার জন্য অঙ্গীকারবদ্ধ। সরকার পরিবর্তনের পর আগের চেয়ে অনেক বেশি দায়িত্ব বেড়ে গিয়েছে। পাঁচটি গুরত্বপূর্ণ দপ্তরের দায়িত্বই সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা করছি। কাজগুলো আমার কর্মজীবনের অভিজ্ঞতা হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *