# মাহবুবুর রহমান :-
কোরআনে কারিম শিক্ষার প্রাথমিক স্তর হচ্ছে মক্তব। ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে মক্তব হচ্ছে মুসলমানদের প্রথম পাঠশালা। প্রাচীনকাল থেকে মসজিদকে কেন্দ্র করে চলে আসছে মক্তব শিক্ষা কার্যক্রম। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া মক্তবকে চালু করতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা জামে মসজিদ ভিত্তিক মক্তবে শতভাগ উপস্থিত ও বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। মসজিদ কমিটি ও এলাকার যুব সামাজের আয়োজনে ২৯ ডিসেম্বর রোববার সকালে মক্তব প্রাঙ্গণে মসজিদের খতিব ও মক্তবের শিক্ষক মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মো. রফিকুল ইসলাম, কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাসুম পাঠান, পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. রাকিবুল হাসান, সৌদি প্রবাসী মো. শামসুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোস্তাকিম।
এ সময় উপস্থিত ছিলেন, অভিভাবক অহিদ পাঠান, দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মো. মাহিন প্রমুখ।
মুসলমান সন্তানদের প্রথম পাঠশালা হচ্ছে এলাকাতেই মসজিদভিত্তিক কুরআন শিক্ষার প্রভাতী মক্তব। এখন আর আগের মতো শিশুদের দলবেঁধে কুরআন শিক্ষার জন্য মসজিদের মক্তবে যেতে দেখা যায় না। শিশুদের কুরআন শিক্ষা এবং ইসলাম সম্পর্কে প্রাথমিক জ্ঞানার্জনের শিক্ষাকেন্দ্র ছিল সকালের এসব মক্তব। সেখানে স্কুলের শিক্ষার্থীরা শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত, প্রয়োজনীয় মাসয়ালা, দোয়া-দরুদ ও নামাজ-রোজার নিয়ম-কানুন শিখত।
গ্রামবাংলার জনপদ ভোরবেলা মুখরিত ছিল কোরআন তেলাওয়াতে, এখন এসব ইতিহাস হয়ে যাচ্ছে। নানা কারণে মক্তবগুলো বন্ধ কিংবা বন্ধের পথে। এর প্রভাব পড়ছে নতুন প্রজন্মের মধ্যে। এ কারণে এলাকার শিশু-কিশোররা কুরআন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কোথাও কোথাও নামমাত্র মক্তব চালু আছে। কিন্তু সেগুলোতেও আগের মতো জৌলুশ নেই। শিশুদের উপস্থিতি নেই বললেই চলে। ফলে আমাদের এখনকার ছেলেমেয়েরা শিক্ষিত হলেও শুদ্ধভাবে কুরআন শিক্ষার সুযোগ পাচ্ছে না। কোনো কোনো অভিভাবক হয়তো বাসায় প্রাইভেট টিউটর রেখে কুরআন শেখাচ্ছেন, তাতে কেউ কেউ কুরআন এক খতম করে দায়িত্ব শেষ মনে করছে। কিন্তু প্রতিযোগিতাপূর্ণ অনুশীলন ও চর্চা না থাকার কারণে পরবর্তী জীবনে কুরআন পাঠ ভুলে যাচ্ছে। আর তাই, এসব মক্তব চালু রাখতে আমাদের সবার আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।