# রাজীবুল হাসান :-
ভৈরব আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ ডিসেম্বর শনিবার সকালে ভৈরব আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. রায়হান কাওছার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, শিশু বিশেজ্ঞ চিকিৎসক ও স্কুল পরিচালক ডা. হাবিবুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, স্কুল পরিচালনা কমিটির পরিচালক প্রভাষক লুবনা হক প্রমুখ।
ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. রায়হান কাওছার তার বক্তব্যে বলেন, আজকেই স্কুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই নতুন বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবেন। শিক্ষার্থীদের এই সময়টায় খুবই গুরুত্বপূর্ণ। জীবনে সফলতা উচু সিড়িতে পৌঁছাতে হলে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। একজন শিক্ষার্থীর সফলতার মূল প্রেরণা হলো একজন আদর্শ অভিভাবক।
আলোচনা সভা শেষে স্কুলের বার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় স্কুলের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদেরকেও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে অতিথিরা।