# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের বাজিতপুর বাজারের এক স্বর্ণ ব্যবসায়ী দোকান থেকে চারটি সোনার চেইন নিয়ে অভিনব কায়দায় তিন যুবক পালিয়েছেন। যুবকরা পার্শ্ববর্তী কৈলাগ এলাকার পরিচিত দুর্বৃত্ত। এ ব্যাপারে ব্যবসায়ী জীবন চন্দ্র দেবনাথ থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বাজিতপুর বাজারের স্বর্ণ পট্টি ও কাপড় পট্টির চার শতাধিক দোকান গতকাল শনিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত বন্ধ করে প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা।
এজাহারে বলা হয়, ২৯ নভেম্বর শুক্রবার বিকালে জীবন দেবনাথের ছোটভাই রিপন চন্দ্র দেবনাথ তাঁদের ‘সাধু জুয়েলার্স’ নামে দোকানে ছিলেন। এসময় পার্শ্ববর্তী কৈলাগ এলাকার ফাইজ উদ্দিন (৩৮), আইন উদ্দিন (৪০) ও মাছুম মিয়া (৩৮) দোকানে ঢোকেন। এরপর যুবকদের কথা মতো রিপন দেবনাথ ৮ আনা করে দুই ভরি ওজনের ২২ ক্যারেটের চারটি চেইন বের করে দেন। এগুলির মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। ফাইজ উদ্দিন চারটি চেইন মাছুমের হাতে দিলে মাছুম চেইনগুলো দেখিয়ে নিয়ে আসার কথা বলে দোকান থেকে বেরিয়ে যান। এক পর্যায়ে ফাইজ উদ্দিন আর আইন উদ্দিনও বেরিয়ে যান। এসময় রিপন দেবনাথ ডাকাডাকি করলেও তারা চলে যান। এ ঘটনার ভিডিও দৃশ্য মোবাইল ফোনে এবং সিসি ক্যামেরায় ধারণ করা আছে বলে এজাহারে লেখা হয়েছে।
এ ঘটনায় স্বর্ণ পট্টি আর কাপড় পট্টির সকল ব্যবসায়ী শনিবার সকাল থেকে দোকান বন্ধ রাখেন। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাশিদ বিন এনামের অনুরোধে বেলা ১২টার দিকে দোকানপাট খোলা হয় বলে জানিয়েছেন জীবন দেবনাথ।
এদিকে বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিডিওি ফুটেজে দেখা গেছে, মাছুম সোফায় বসে আছেন। আর আইন উদ্দিনকে নিয়ে হলুদ গেঞ্জি পরা ফাইজ উদ্দিন চেইন দেখছেন। এক পর্যায়ে ফোন করার ভান করে ফাইজ উদ্দিন ও আইন উদ্দিন বেরিয়ে গেছেন।
স্থানীয় কয়েকজন জানিয়েছেন, ওই তিন যুবক পেশাদার দুর্বৃত্ত। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের আশ্রয়ে ছিলেন। এখন বিএনপির ছাতার নিচে আশ্রয় নিয়েছেন।