# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে মহাসড়কে অবাধে চলছে নিষিদ্ধ সিএনজি চালিত অটোরিকশা ও নিষিদ্ধ যান। স্থানীয়দের ও ভারীযান চালকদের রয়েছে একাধিক অভিযোগ। সরকারের দেয়া বিধি নিষেধ মানছেনা মহাসড়কে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশার চালকরা ও নিষিদ্ধ যান চালকরা।
আজ ৩০ নভেম্বর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে নিউ টাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন ভৈরব হাইওয়ে থানা পুলিশ। অভিযানে ১০টি সিএনজি চালিত অটোরিকশা আটক করে গাড়ির নাম্বার ও ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজ পত্রাদি না থাকায় মামলা দেয়া হয়।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরব, মাহমুদাবাদ, নারায়ণপুর, বারৈচা ও মরজাল পর্যন্ত দেদারসে চলাচল করে সিএনজি চালিত অটোরিকশা। এতে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অনেক সময় সিএনজিকে বাঁচাতে গিয়ে বড় বড় গাড়ি একে অপরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রায়ই ঘটে হতাহতের ঘটনা। ঝড়ে যায় অনেক নিষ্পাপ প্রাণ। এদিকে মহাসড়কে সিএনজি চলাচলে বাধা দিলে নরসিংদীর-ঢাকা মহাসড়কে পুলিশের সঙ্গে হট্টগোল করে সিএনজি চালকরা।
তথ্যমতে, ২০১৬ সালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞার পর ঢাকা সিলেট মহাসড়কে সিএনজি চলাচল কিছু দিন বন্ধ থাকলেও আবারো অবাধে চলছে এই নিষিদ্ধ যান।
ভৈরব হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মো. সাজু মিঞা বলেন, নরসিংদীর ইটাখলা, ভৈরব ও বাজিতপুরের পিরিজপুর পর্যন্ত আমাদের সীমানা। আঞ্চলিক সড়কে সকল ধরণের যান চলাচল করলেও মহাসড়কে কোন প্রকার সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশাসহ নিষিদ্ধ যান চলতে দেয়া হয় না। চলতে দেখা গেলে আমরা গাড়ি আটক করে মামলা দিয়ে থাকি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি সিএনজি আটক করে মামলা দেয়া হয়েছে। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিসহ নিষিদ্ধ যান চলাচল বন্ধ করতে পারবো।