# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ইস্কন পরিচালিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। আজ ৩০শে নভেম্বর শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পৌর ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান প্রান্ত (২৯) ও তার সহোদর ভাই উপজেলা ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত (২৮)। তারা দুইজন পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া আইস কোম্পানী মোড় এলাকার সহিদ মিয়া ছেলে। অপর আসামি পৌর ছাত্রলীগ উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. সানজিদ (২৪)। সে শহরের ঘোড়াকান্দা এলাকার মৃত উসমান গণির ছেলে। এদিকে এ ঘটনার পর শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম)। এছাড়াও ঘটনার দিন থেকেই ঘটনাস্থলে বিশেষ তদারকি করছেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, ভৈরব সেনা ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম, ভৈরব থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৯ নভেম্বর বিকাল সাড়ে পাঁচটায় পৌর শহরের রাণীর বাজার এলাকায় অদৈত্য সাহার বিল্ডিংয়ের নিচতলায় কিছু দুষ্কৃতিকারী লাঠি সোঁটা নিয়ে ইস্কন পরিচালিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ভাঙচুর করে। এ ঘটনায় ইস্কন নামহট্ট সংঘের সদস্য প্রণয় কর্মকার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে সংশ্লিষ্টতার সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। আটকের পর তাদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর থেকে ভৈরবের মন্দিরগুলো সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছি। ভৈরবে ইস্কনের একটি সংঘ রয়েছে আমরা জানি না। জানলে আগে থেকেই তাদের নিরাপত্তা নিশ্চিত করে দিতাম। এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা ইস্কনের নাম ভাঙ্গিয়ে ভৈরবে একটি উপাসনালয় ভাঙচুর করেছে। বর্তমান সরকারকে ব্যর্থ করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নানা কৌশল অবলম্বন করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মদদে তাদের দোসররা আন্তর্জাতিকভাবে দেশকে ও বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ইস্কনের উপাসনালয়ে হামলা করেছে।
এ বিষয়ে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের সদস্য অভিযোগকারী প্রণয় কর্মকার বলেন, ১০ বছর যাবত নরসিংদী ইস্কন মন্দির থেকে ভৈরবের শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘটি পরিচালনা করা হয়। আমরা সপ্তাহে একদিন রোববার এখানে কীর্তন ও গীতাপাঠ করি। আমাদের সংঘটি বন্ধ ছিল। কে বা কারা এসে ভাঙচুর করেছে আমরা জানি না। আমাদের কি অপরাধ ছিল। অপরাধীদের আইনের আওতায় আনতে থানায় অভিযোগ দায়ের করেছি।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম) বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষী যে কেউ হোক তাকে দ্রুত সময়ের মধ্যে আইনে আওতায় আনা হবে। তদন্তটিম বিভিন্ন ভাবে দোষীদের দ্রুত শনাক্ত করতে কাজ করছে।