• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের মিছিল গণহত্যার বিচার ও সংস্কার ফ্যাসিস্ট রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গণপদযাত্রা ভৈরবে সেনাবাহিনী ক্যাম্প ও পৌরসভার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ভৈরবে এনসিপি’র মহাসড়ক ব্লকেড কিশোরগঞ্জে ধানবীজ নিয়ে ভোগান্তি হচ্ছে কৃষকদের, বিশেষজ্ঞের তদারকি বারণ কিশোরগঞ্জে ১০০ কোটি টাকার নরসুন্দা প্রকল্প আগেই প্রশ্নবিদ্ধ, এবার চলছে দখলের উদ্যোগ মিঠামইনের চার শতাধিক গরিব রোগীকে সেনা চিকিৎসকদের সেবা শোক সংবাদ : কবি আব্দুল হান্নান পাকুন্দিয়ায় ১৫ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ পাকুন্দিয়ায় তিন চোর গ্রেপ্তার, মোবাইল-টাকা উদ্ধার

কিশোরগঞ্জ জেলা জজ আদালতের এপিপি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মুহাম্মদ শাহ্ আলম

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জ জেলা জজ আদালতের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে নিয়োগ পেয়েছেন কুলিয়ারচর উপজেলার বিশিষ্ট আইনজীবী, সাংবাদিক, লেখক ও কলামিস্ট মুহাম্মদ শাহ্ আলম। গত ৩০ অক্টোবর বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এতথ্য জানা গেছে।
অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম এপিপি পদে নিয়োগ পেতে যারা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত ও সাধারণ সম্পাদক এম এ হান্নানসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম কিশোরগঞ্জ জেলা জজ আদালতের এপিপি পদে নিয়োগ পাওয়ায় কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাইন উদ্দিন, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শরীফুন নেছা শুভ্রা, সাংবাদিক মুছাম্মৎ রোকেয়া আক্তার, শাহীন সুলতানা, আলি হায়দার, মো. নাদিম, লোকমান হোসাইন, আলী সোহেল, মো. ইয়াছিন আরাফাত, প্রবীর চন্দ্র সূত্রধর, মো. সবুজ মিয়া, মো. জুয়েল মিয়া ও মোছা. নিলুফা আক্তার নীলা তাকে অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *