# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে এবারের এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফলাফলে সরকারি কলেজ থেকে এগিয়ে রয়েছে বেসরকারি কলেজ। ১৫ অক্টোবর মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এইচএসসির ফলাফল সূত্রে জানা যায়, ভৈরবে এবারের ২ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ১ হাজার ৯৯০ জন পাশ করেছে। এ প্লাস পেয়েছেন ১০৮ জন। এতে ভৈরবে কলেজ পর্যায়ে পাশের হার ৬৯.৬৫%। তবে বরাবরের মতোই এবার ফলাফলের দিক দিয়ে রফিকুল ইসলাম মহিলা কলেজ শীর্ষে রয়েছেন। এই কলেজের মোট পরীক্ষার্থী ৬৬৬ জন পাশ করেছেন ৫৮০ জন। জিপিএ ৫ পেয়েছেন ৫৯ জন পাশের হার ৮৭.৪৮% দ্বিতীয় অবস্থানে রয়েছে জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ। এই কলেজের মোট পরীক্ষার্থী ১৫৭ জন পাশ করেছেন ১৩৫ জন। জিপিএ ৫ পেয়েছেন ১১ জন পাশের হার ৮৫.৯৯%। পাশের হার অনুযায়ী তৃতীয় অবস্থানে জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ। এই কলেজে ৩০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাশ করেছেন ২৪ জন। কোন জিপিএ ৫ নেই। চতুর্থ অবস্থানে রয়েছে শিমুল কান্দি কলেজ এই কলেজে ১০২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাশ করেছেন ৭০ জন। জিপিএ ৫ পেয়েছেন ৬ জন। পঞ্চম স্থানে রয়েছে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ এই কলেজের মোট পরীক্ষার্থী ৮৯২ জন পাশ করেছে ৬০২ জন, জিপিএ ৫ পেয়েছে ১০ জন পাশের ৬৭.৮৭%। ষষ্ঠ স্থানে রয়েছেন সরকারি হাজী আসমত কলেজ এ কলেজের মোট পরীক্ষার্থী ৮৪৩ জন, পাশ করেছেন ৫১৩ জন, জিপিএ ৫ পেয়েছেন ২০ জন, পাশের হার ৬১.২৯%। সপ্তমে রয়েছেন ভৈরব আইডিয়াল কলেজ এ কলেজের মোট পরীক্ষার্থী ১১০ জন, পাশ করেছেন ৫৫ জন, জিপিএ ৫ পেয়েছেন ১ জন। সর্বনিম্নে রয়েছেন শহীদুল্লাহ কায়সার কলেজ এ কলেজের মোট পরীক্ষার্থী ৫১ জন, পাশ করেছেন ১১ জন, জিপিএ ৫ পেয়েছেন ১ জন, পাশের হার ২১.৫৭%।
এদিকে ভৈরবে ২টি কারিগরি ও ৪টি আলীম শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় ভাল ফলাফল করেছে। ২২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ২২১ জন। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৬ জন।
রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহীদুল্লাহ বলেন, ভাল মন্দ মিলিয়েই ছাত্রী ভর্তি হয় আমাদের কলেজে। শিক্ষার্থীদের সঠিক পরিচর্যায় তাদেরকে মেধাবী করে গড়ে তোলা হয়। আমাদের কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয় অনেক ভালো। শিক্ষকদের পরিশ্রম ও ছাত্রীদের আগ্রহ ও গুরুত্ব থাকায় আমরা বরাবরই ভালো ফলাফল করে থাকি।
এ বিষয়ে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর আবু হানিফা জানান, গতবারের তুলনায় আমাদের কলেজের ফলাফল ভাল হয়েছে। বেসরকারি কলেজগুলো ভাল ছাত্র ছাত্রী ছাড়া ভর্তি করায় না। আমরা সব ধরনের ছাত্র ছাত্রীই ভর্তি করায়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, ভৈরবে সরকারি কলেজগুলোর ফলাফল আরো ভালো হতে পারতো। সঠিক পরিচর্যা পেলে সরকারি বেসরকারি সকল কলেজই ভাল ফলাফল করবে। ভৈরবে রফিকুল ইসলাম মহিলা কলেজ বরাবরের মতোই সেরা। ভৈরবে সকল কলেজগুলোতেই অধ্যক্ষদের নিয়ে আলোচনার মাধ্যমে লেখাপড়ার মান উন্নয়নের কাজ করা হবে।