# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাবেক স্বতন্ত্র এমপি পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার দিয়াবাড়ি এলাকা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাঁকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুল কায়সার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট গুলি, ককটেল নিক্ষেপ ও দুজন ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান বাদী হয়ে গত ৩০ আগস্ট সদর থানায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৮৮ জনের নামে মামলা করেছিলেন। অজ্ঞাত আসামী করা হয় ২০০ থেকে ৩০০ জনকে। এ মামলায় সোহরাব উদ্দিন ৮ নম্বর আসামী। সরকার পতনের পর থেকেই সোহরাব উদ্দিন পলাতক ছিলেন।
উল্লেখ্য, গত সংসদ নির্বাচনে সোহরাব উদ্দিন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে দলীয় নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ। একই মামলায় আব্দুল কাহার আকন্দকেও ৪ নম্বর আসামী করা হয়েছে।