# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরব বাজার লঞ্চ ঘাট মেঘনা নদীর পাড় এলাকায় নৌযান থেকে চাঁদাবাজী বন্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৈঠক করেছে বিআইডব্লিউটিএ এর কর্মকর্তাদের সাথে। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ২টার দিকে লঞ্চঘাট বিআইডব্লিউ অফিসে এ বৈঠক বসে।
বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভৈরবের সমন্বয়কারী গোলাম মহিউদ্দিন, শরিফুল হক জয়, সিহাব উদ্দিন তুহিন, বিআইডব্লিউটিএ উপ-পরিচালক মহিউদ্দিন খান, সহকারী পরিচালক মো. খাইরুজ্জামান এর সাথে চাঁদাবাজী বন্ধের আলোচনা হয়। এ সময় বিআইডব্লিউটিএ উপ-পরিচালক মহিউদ্দিন খান চাঁদাবাজী বন্ধে কঠোর অবস্থানে যাবেন বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
এ বিষয়ে সমন্বয়কারী শিক্ষার্থীরা বলেন, আমরা ভৈরব বাজার দ্রব্যমূল্য মনিটরিংয়ে বের হয়ে ভৈরব নদী বন্দরের চাঁদাবাজীর বিষয়টি অবগত হই। ভৈরবের ব্যবসায়ীদের দাবী ইজারাদারদের নৌপথে অতিরিক্ত খাজনা আদায়ের ফলে অতিষ্ঠ ভৈরবের ব্যবসায়ীরা। নৌপথে যদি এভাবে চাঁদাবাজী চলতে থাকে খুব শীঘ্রই ভৈরব বাজারের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। আজকে যে সিদ্ধান্ত হয়েছে বিআইডব্লিউটিএ নিয়ম অনুযায়ী ভাউচারের মাধ্যমে ইজারা লেনদেন করতে হবে। তা না হলে বৈষম্যবিরোধী ছাত্ররা প্রশাসনের সহযোগিতায় কঠোর অবস্থানে যাবে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ উপ-পরিচালক মহিউদ্দিন খান বলেন, অতীতে অনেক অনিয়মের অভিযোগ পেয়েছি। প্রমাণের অভাবে প্রতিহত করতে পারিনি। এখন ছাত্র সমাজ যেহেতু এগিয়ে এসেছে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে সাহায্য করবো। ভৈরব বাজারের ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য ফিরিয়ে আনতে যা প্রয়োজন তাই বিআইডব্লিউটিএ করবে।