• সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতির বিদেশ যাত্রায় ফুলেল শুভেচ্ছা করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেপ্তার ৩ হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন

সাতদিন যাবত বিরামহীন ট্রাফিক দায়িত্বে ভৈরবের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

সাতদিন যাবত বিরামহীন ট্রাফিক দায়িত্বে
ভৈরবের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

# মিলাদ হোসেন অপু :-
বিরামহীন ভাবে সাতদিন যাবত ট্রাফিক দায়িত্ব পালন করছে কিশোরগঞ্জের ভৈরবের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। আজ ১৩ আগস্ট মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে পৌর শহরের দুর্জয় মোড়, নিউটাউন, উপজেলার কালিকাপ্রসাদ ও আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করে তারা। ৬ আগস্ট থেকে ট্রাফিকের দায়িত্ব শুরু করেন শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫ আগস্ট সরকার পতনের পর ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা ভৈরব হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা মহাসড় ও আঞ্চলিক সড়কে দায়িত্ব পালন করতে আসেনি। এর ফলে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে ৬ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত টানা এক সপ্তাহ যাবত ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সেনাবাহিনী সদস্য ও আনসার বাহিনী সদস্যরা সহযোগিতা করছেন। ভৈরবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে যুক্ত হয়েছেন। দুর্জয় চত্বরে শিক্ষার্থীরা মাইকিংয়ের মাধ্যমে সিগন্যালের দায়িত্ব পালন করছেন তারা। দিনরাত শিক্ষর্থীরা বিরামহীনভাবে পরিশ্রম করছে। সকালের নাস্তা ও দুপুরের খাবার দুর্জয় চত্বরেই খাচ্ছেন। শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক সংগঠন, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা খাবার দিয়ে সহযোগিতা করছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মাহি উদ্দিন, জয়, রিসান ও রিয়াজ উদ্দিন বলেন, ভৈরবের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভৈরব শহরকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। আমরা হাইওয়ে রাস্তার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি। পুলিশ যতদিন সড়কে না থাকবে ততদিন আমরা এই সেবা দিয়ে যাবো। মানুষও আমাদের সহযোগীতা করেছে। চালকরাও নিয়ম মেনে যাতায়াত করছে। ইতিমধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে আমরা মাদক ব্যাসায়ী ও চাঁদাবাজ আটক করে সেনাবহিনীর কাছে হস্তান্তর করেছি। রাতে শহর পাহারা দিতে গিয়ে কয়েকজন ছিনতাইকারী আটক করেছি। আমাদের শিক্ষর্থীরা শহরকে পরিচ্ছন্ন করতে কাজ করছে।
শিক্ষার্থীরা আরো বলেন, দেশ সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা কাজ করবো। বৈষম্য দূর করেই আমরা ঘরে ফিরবো। দেশ গঠনে আমাদের আন্দোলন অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *