সংখ্যালঘুদের ওপর নির্যাতন অগ্নিসংযোগ লুটতরাজের প্রতিবাদে মানববন্ধন -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
সমগ্র বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটতরাজের প্রতিবাদে কিশোরগঞ্জে পূজা উদযাপন পরিষদ মানববন্ধন করেছে। কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে ১১ আগস্ট রোববার বিকালে জেলা শহরের কালীবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল মজুমদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা গোপাল নন্দী, শ্যামসুন্দর লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ার সাধারণ সম্পাদক রঞ্জিত সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা কমিটির সভাপতি রতন বসাক, পান্না দত্ত রায়, চন্দ্রা সরকার, মনোরঞ্জন দাস প্রমুখ। বক্তাগণ সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট সকলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।