• রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেপ্তার ৩ হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, আহত চার কিশোরগঞ্জের ৩৮৪টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা দুই মণ্ডপেই ১৪ দুর্গা কুলিয়ারচরে ক্বওমী মাদরাসার মুহতামিমদের সাথে ইউএনও’র পরিচিতি ও মতবিনিময় সভা ভৈরবে ড্রেন নির্মাণকাজ করতে গিয়ে গ্যাস লাইন লিকেজে দুইজন আহত, তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

এক দফার আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে কিশোরগঞ্জে

ঢাকায় গুলিবিদ্ধ হয়ে কিশোরগঞ্জে ভর্তি রাকিবুল হাসান -পূর্বকণ্ঠ

এক দফার আন্দোলনে ঢাকায়
গুলিবিদ্ধ হয়ে কিশোরগঞ্জে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ভাট্টা গ্রামের গাজী ভূঁইয়ার ছেলে রাকিবুল হাসান (২৫)। এসএসসি পাস করেছেন ২০১৭ সালে। দারিদ্রের কারণে আর পড়াশোনা করতে পারেননি। ঢাকার চানখাঁরপুলে একটি প্যাকেজিংয়ের দোকানে চাকরি নেন। সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন এক দফার আন্দোলনে। প্লাকার্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগেও গিয়েছেন। আন্দোলন করতে গিয়েই গুলিতে আহত হয়েছিলেন। ভয়ানক পরিস্থিতির কারণে তখন ঢাকার হাসপাতালে কেবল বেন্ডেজ করেই ছেড়ে দেয়। চলে আসেন বাড়িতে। কিন্তু রক্তক্ষরণ হওয়ার কারণে এখন ভর্তি হয়েছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাপাতালে।
গতকাল শনিবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেছে, রাকিবুল হাসান সার্জারি ওয়ার্ডের ২২ নম্বর শয্যায় ভর্তি আছেন। তার সাথে সারক্ষণ আছেন স্ত্রী ফাহমিদা দিশা। রাকিবুল জানালেন, তিনি চাকরির ফাঁকে ফাঁকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দিতেন। যখন এক দফা ঘোষণা করা হলো, তখন এক দফার দাবি সংবলিত প্লাকার্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগেও গিয়েছেন। ৫ আগস্ট অবস্থা ছিল ভয়াবহ। পুলিশের সাথে যখন ছাত্র-জনতার সংঘর্ষ চলছে, গুলি চলছে, তখন তিনি চানখারপুলের রাস্তায় মিছিল করছিলেন। বেলা ১২টার দিকে হঠাৎ একটি গুলি এসে লাগে তার কোমরের ডান পাশে। এক টুকরা মাংসপিণ্ড নিয়ে গুলিটি বেরিয়ে যায়। তার পাশেই একজনের লাশ পড়ে গেছে। ঢাকা মেডিক্যালে যাওয়ার কোন সুযোগ ছিল না। উপস্থিত লোকজন তাকে নিয়ে গেলেন পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে। সেখানে লাশের পাশাপাশি আহত রোগীতে সয়লাব। হাসপাতালে ভর্তি করার কোন পরিবেশ ছিল না। ফলে তাকে জরুরি বিভাগে একটি বেন্ডেজ করে ছেড়ে দিয়ে বলা হলো বাসায় থেকে ড্রেসিং করাতে। চানখারপুলের বাসায় চলে আসলেন। পরদিন চলে আসেন গ্রামের বাড়িতে। কিন্তু ক্ষতটি বড় হওয়ার কারণে বাড়িতে কোন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছিল না। রক্তক্ষরণ হচ্ছিল। শুক্রবার চলে আসলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। ১৬ মাস আগে বিয়ে করেছেন। এখনও কোন সন্তান হয়নি। স্ত্রী ফাহমিদা দিশা সঙ্গে থেকে সারাক্ষণ সেবা করছেন। আন্দোলনের সুফল যেন জাতি পায়, রাকিবুল সেই প্রত্যাশা করেন।
এদিকে হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিন জানিয়েছেন, কিশোরগঞ্জে বড় সংঘর্ষটি হয়েছিল ৪ আগস্ট। সেদিন জরুরি বিভাগে গুলিবিদ্ধসহ বিভিন্নভাবে আহত ৭৯ জন রোগী এসেছিল। মবিন নামে এক যুবলীগ নেতাকে আনা হয়েছিল মৃত অবস্থায়। রোগীদের মধ্যে ভর্তি করা হয়েছিল ৩০ জনকে। একে একে অনেকেই সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। এখন কেবল ৬ জন রোগী চিকিৎসাধীন আছে। তবে অন্যান্য জায়গায় আহত কয়েকজন রোগীও এখানে এসে চিকিৎসা নিয়েছে বলে পরিচালক হেলাল উদ্দিন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *