# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের দুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করা হয়েছে। একজনের বাড়িঘর আগুন দিয়ে ভষ্মীভূত করে দিয়েছে, অপরজনের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখার সভাপতি হোসেনপুরের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ৬ আগস্ট মঙ্গলবার বিদ্যালয় খোলার পর সকল শিক্ষকই তাদের বিদ্যালয়ে যান। এদিন কতিপয় দুর্বৃত্ত হোসেনপুরের পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুদ্দিন আহমেদের স্কুলে গিয়ে তাঁকে মারধর করে এবং তাঁর মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। একই দিন কুলিয়ারচরের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের বাড়িঘর দুর্বৃত্তরা সম্পূর্ণ ভষ্মীভূত করে দিয়েছে। এছাড়া ওইদিন তাড়াইলের পুরুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিরুল হককেও পরিস্থিতির সুযোগে ব্যক্তিগত আক্রোশে একটি পক্ষ বেধম মারধর করেছে। তিনি এখন কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন আফাজুর রহমান খান। তিনি বলেন, এসব হামলার পর থেকে শিক্ষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তিনি প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।