# মো. আলাল উদ্দিন :-
ভৈরব পৌর শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গনে ভৈরব উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট শুক্রবার বিকেল ৫টার দিকে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহিদুল হক জাবেদ, গোপাল জিউর মন্দির কমিটির সিনিয়র সহ- সভাপতি বাবু চন্দন কুমার পাল, সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার দেবনাথ ও সাবেক সাধারণ সম্পাদক হরিপদ সাহা প্রমুখ।
এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শরীফুল আলম আওয়ামী লীগ শাসনামলে তিনিসহ তার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের দীর্ঘ সময় মামলা হামলা কারাবাস হত্যা ও বাড়িঘর একাধিকবার ভাঙচুর লুটপাটের বর্ণনা দেন। তিনি ভৈরবে কোন হিন্দু ভাইদের এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি জেনে সন্তোষ প্রকাশ করে বলেন, হিন্দু মুসলিম ভাই ভাই আপনাদের সকল কিছু দেখার দায়িত্ব আমাদের। পূজা উদযাপনের সময় আমাদের বিএনপি নেতাকর্মীগণ আপনাদের সারাক্ষণ পাহারা দিয়ে থাকেন। ভৈরবে আপনাদের কোথাও কোন সমস্যা হলে আমিসহ আমাদের ভৈরবের নেতৃবৃন্দকে জানাবেন। জানানো মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এছাড়াও তাদের সবধরনের নিরাপত্তা বিধানে ভৈরবের নেতাকর্মীদের হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আহবান জানান মো. শরীফুল আলম। এসময় শ্রী শ্রী গোপাল জিউর কালী মন্দির কমিটি ও উপস্থিত সকলে শরীফুল আলমের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরের পর আওয়ামী লীগ নেতাদের বাড়ি-ঘর, হোটেল, ভৈরব থানা ভাঙচুর, লুটপাট ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। সভা শেষে তিনি তার নেতৃবৃন্দকে নিয়ে ভৈরব পৌর এলাকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।