# মো. আলাল উদ্দিন :-
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থমকে যায় ভৈরব থানাসহ দেশের বিভিন্ন থানার কার্যক্রম। ভৈরব থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। আতঙ্কে গা- ঢাকা দেন ভৈরব থানা পুলিশ সদস্যরা। অবশেষে ৪ দিন পর সেনাবাহিনী সদস্যদের সহায়তায় শুক্রবার দুপুরে ভৈরব স্টেডিয়ামে অস্থায়ী কার্যালয়ে ভৈরব থানা পুলিশের কার্যক্রম শুরু হয়। এসময় গণমাধ্যমে এ বিষয়ে বক্তব্য রাখেন, ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের জিওসি
মেজর জেনারেল হোসেন মোহাম্মদ মাসিহুর রহমান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিগ্রেডিয়ার জেনারেল মো. তরিকুল ইসলাম, লে. কর্ণেল ফারহানা আফরিন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল মনসুর, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকার, ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদোয়ান আহমেদ রাফি, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, জামায়াতে ইসলামের কিশোরগঞ্জ জেলা ইউনিটের সদস্য মো. কামরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ভৈরবের বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ। পরে সেনাবাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ভৈরব থানা পরিদর্শন করেন এবং বিভিন্ন আগুনে পুড়ে যাওয়া গাড়িসমূহ দেখেন।
মেজর জেনারেল হোসেন মোহাম্মদ মাসিহুর রহমান গণমাধ্যমে বলেন, সম্প্রতি লুটপাটকৃত অস্ত্র মালামাল ফেরত দিচ্ছেন ইতিপূর্বেও দিয়েছেন এবং ভৈরব থানার নির্মাণসহ অন্যান্য সরঞ্জাম ভৈরববাসীর সহযোগিতায় দ্রুতই নিরসন করা হবে। একই সাথে থানার বিভিন্ন ধ্বংসযজ্ঞ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ভৈরবের বিএনপির কোন সদস্য এসব কর্মকাণ্ডের সাথে জড়িত নন এবং তার দলের নেতা কর্মীদের সহযোগিতায় ও ছাত্রসহ ভৈরবের সচেতন নাগরিকদের আন্তরিকতায় থানার লুটপাটকৃত মালামাল উদ্ধার হচ্ছে ও আরো হবে। এব্যাপারে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে এবং এখন থেকে ভৈরবের কোথাও কোন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটালে প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ তা কঠোরভাবে দমন করবেন। এসময় বিএনপির উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।