# এম আর রুবেল :-
ভৈরবে মাদক, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজ, জুলুমবাজ ও রাজনৈতিক সহনশীল সমাজ গঠনে নেতা-কর্মীসহ সকলের সহযোগিতা চাইলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরবের জগন্নাথপুর নূরানী মাদ্রাসা মোড়ে আয়োজিত এক পথসভায় এই আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, টেন্ডারবাজি, অত্যাচারি, অন্যের সম্পদ লুটকারীদের ঠাঁই আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিএনপিতে হবে না।
ওই সভায় এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান প্রমুখ।
পরে তিনি বিক্ষুব্ধ জনতার রোষানলে ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ভৈরব থানা ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের দ্রুত কর্মস্থলে উপস্থিত হতে আহ্বান জানান এবং তাদের দায়িত্ব পালনকালে বিএনপির পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।