# নিজস্ব প্রতিবেদক :-
শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের শেষ মুহূর্তে উত্তাল ভৈরব উপজেলা এখন প্রায় শান্ত। নাশকতারোধে মাঠে কাজ করছে ভৈরব সচেতন নাগরিক সমাজ। নাগরিক সমাজ ব্যানারে উপজেলা ও পৌর শহরের বিভিন্ন মন্দির, হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি পাহারা দিচ্ছেন তারা।
বুধবার সকাল থেকেই পুড়িয়ে দেয়া থানার ধ্বংসস্তুপ পরিস্কার, নাজমুল হাসান পৌর পার্ক পরিস্কার, ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকা ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক পরিস্কার ও বিভিন্ন রাস্তা পরিস্কারের কাজে অংশগ্রহণ করেন সংগঠনের প্রধান সমন্বয়ক আনাস মাহমুদ, সহ-সমন্বয়ক বশির আহমাদ, রফি উদ্দিন, শওকত মাস্টার, আরিফুল ইসলাম ও জসিম আশরাফ। এ ছাড়াও উপস্থিত ছিলেন, মুফতি জাবের আজহার ও রবিন খান।
এর আগে মঙ্গলবার ভৈরব সচেতন নাগরিক সমাজ এর পক্ষ থেকে ভৈরবের বিভিন্ন মসজিদ, মন্দির, হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারায় থাকেন সংগঠনের সদস্যরা।
প্রধান সমন্বয়কারী আনাস মাহমুদ বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, ধর্মীয় উপাসনালয়, মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং অবাদে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা, যানবাহনে অগ্নিসংযোগ ও লুটপাট বন্ধ করতে রাতভর আমাদের সংগঠনের পক্ষ থেকে পাহারাসহ নানাবিধ কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, এই সমস্ত অরাজকতা রুখে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত সমৃদ্ধ ভৈরব গড়তে ছাত্র, শিক্ষক, আলেম, ব্যাবসায়ীসহ নানা পেশার মানুষদের নিয়ে কাজ করছি আমরা।