• রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতির বিদেশ যাত্রায় ফুলেল শুভেচ্ছা করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেপ্তার ৩ হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন

ভৈরবে বিএনপির শান্তি সভা অনুষ্ঠিত

# নিজস্ব প্রতিবেদক :-
৬ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় পাদদেশে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরের পর আওয়ামী লীগ নেতাদের বাড়ি-ঘর, হোটেল, ভৈরব থানা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ দেয় বিক্ষুব্ধ জনতা। ঘটনার প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মজিবুর রহমান।
বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম, ভৈরব-কুলিয়ারচর গণ মানুষের নেতা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম বর্তমান পরিস্থিতে জনগণের জানমালের রক্ষা ও শান্তি শৃঙ্খলায় সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন। এ কারণে ভৈরবে উদ্ধুদ্ধ পরিস্থিতে সবাইকে নিজ নিজ এলাকায় কোন ধরনের বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি না হয় সে দিকে খেয়াল রেখে দায়িত্ব পালন করার অনুরোধ জানান। ভৈরবের বাড়ি-ঘর, হোটেল, ভৈরব থানা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় কোন বিএনপি নেতা কর্মী জড়িত না। যদি কেউ থেকে থাকে তাহলে দল থেকে বহিস্কারের কথা জানান। ভৈরবের বিভিন্নস্থানে সংগঠিত সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে সহিংসতা বন্ধে আগামী নির্বাচনে মো. শরীফুল আলম এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, সদস্য সচিব আলহাজ্ব আল মামুন, পৌর যুবদল আহবায়ক হানিফ মাহমুদ, সদস্য সচিব জুবায়ের আল মাহমুদ আফজাল, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক নিয়াজ মুর্শেদ আঙ্গুর, সদস্য সচিব আরিফুল হক সুজন, পৌর স্বেচ্ছাসেবকদল আহবায়ক সাজ্জাদ হোসেন মামুন, সদস্য সচিব মীর মো. রাজন, উপজেলা ছাত্রদল আহবায়ক রেজুয়ান উল্লাহ, সদস্য সচিব আরিফ মোহাম্মদ ফরহাদ, পৌর ছাত্রদল আহবায়ক হিসামুর রহমান, সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিজয়ী মিছিল করে ভৈরবের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিএনপি নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *