# নিজস্ব প্রািতবেদক :-
দেশে রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ভৈরবের বিভিন্ন স্থানে ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তর ভাঙচুর হয়েছে। ৫ আগস্ট সোমবার থেকে ভৈরবে আইনশৃঙ্খলা বাহিনী ছিলনা বলে ভৈরব শহরকে নিরাপত্তা দিতে ভৈরবপুর দক্ষিণ পাড়া যুবকদের উদ্যোগে গঠন করা হয় স্বেচ্ছাসেবী টিম। রাতভর তারা হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়, মন্দির ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে।
ভৈরবপুর দক্ষিণ পাড়া বায়তুন নূর জামে মসজিদ খতিব মুফতি রফি উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে সহযোগীতায় ছিলেন, ভৈরব উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক ইমন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব এর সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদল নেতা রেদুয়ান আহমেদ শোভন, সাবেক সভাপতি তানভীর আহমেদ আবীর, প্রচার সম্পাদক ফাহিম মুন্সি, ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার যুবক আব্দুল মুৃমিন, রাসেল আহমেদ, হুমায়ুন মিয়া, মানিক মিয়া, সাদ ইবনে আরিফ, বাদল, রতন, রুমি, কাঞ্চন ও খায়রুল প্রমুখ।
এ বিষয়ে বিছাস ভৈরব এর সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদল নেতা রেদুয়ান আহমেদ শোভন বলেন, বর্তমানে দেশের পরিস্থিতি বিবেচনা করে সকল লুটপাট এবং নৈরাজ্য রুখে দিতে আমরা ভৈরবপুর দক্ষিণ পাড়ার যুবকগণ ঐক্যবদ্ধ হয়েছি। মুফতি রফিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে সারারাত ভৈরব বাজার এবং আশেপাশের সকল ব্যবসা প্রতিষ্ঠান, সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়, মন্দির পাহারায় ছিল। যতদিন আইনশৃঙ্খলা স্বাভাবিক না হবে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।