# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ভৈরবের বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদে ভৈরব উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় সভায় শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরের পর আওয়ামী লীগ নেতাদের বাড়ি-ঘর, হোটেল, ভৈরব থানা ভাঙচুর, লুটপাট ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। একই সাথে সংঘ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মহিউদ্দিন, শাহরিয়ার মোহাম্মদ জয় ও নজরুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা ভৈরবের বিভিন্নস্থানে সংগঠিত সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে সহিংসতা বন্ধে শিক্ষক সমাজসহ ভৈরবের সর্বস্তরের মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় ভৈরবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।