# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জহিরুল্লাহ মিয়া (৬০) নামের একজন নিহত হয়েছে। আজ ৭ আগস্ট বুধবার দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জহিরুল্লাহ মিয়া ওই এলাকার সাহু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬ আগস্ট মঙ্গলবার বিকালে ফুটবল খেলা নিয়ে উপজেলার মেন্দিপুর পূর্বপাড়া এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ হয়। এক পক্ষ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সরকার সাফায়েত উল্লাহ’র সমর্থক সাহুর বাড়ির লোকজন। আরেক পক্ষ সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা তোফাজ্জল হোসেনের সমর্থক আক্কাছ মিয়ার বাড়ির লোকজন। স্থানীয়রা বিষয়টি সাময়িক মিমাংসা করলেও বুধবার সকালে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের টেটার আঘাতে জহিরুল্লাহ নামে এক ব্যক্তি নিহত হয়। স্থানীয়রা আরো জানান, জহিরুল্লাহ ডাকাতি মামলায় দীর্ঘ দিন জেল খেটেছেন।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা তোফাজ্জল হোসেন বলেন, জহিরুল্লাহ’র মৃত্যুর বিষয়টি দুঃখজনক। ফুটবল খেলা নিয়ে দুই বংশের পূর্ব শত্রুতার দ্বন্দ্বে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলামকে মুঠোফোনে কল দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।