# নিজস্ব প্রতিবেদক :-
কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামলায় ১৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পট পরিবর্তনের পর কোটা আন্দোলনে গ্রেপ্তারকৃতদের মুক্তির প্রক্রিয়ার অংশ হিসেবে ৬ আগস্ট মঙ্গলবার কিশোরগঞ্জে শতাধিক বন্দির জামিন হয়েছে বলে জানিয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জালাল উদ্দিন। বাকিদেরও জামিনের প্রক্রিয়া চলছে।
পাকুন্দিয়া থানার মামলায় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম এবং জালাল উদ্দিনও আসামি ছিলেন। তবে তাঁরা গ্রেপ্তার হননি। পাকুন্দিয়ার গ্রেপ্তারকৃত ৩৪ জনের সবারই মঙ্গলবার জামিন হয়েছে বলে তিনি জানিয়েছেন। পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের বিভিন্ন থানায় পুলিশ বাদী হয়ে নামসহ এবং অজ্ঞাত প্রায় দুই সহস্র জনের নামে মামলা হয়েছিল।