# নিজস্ব প্রতিবেদক :-
কোটা আন্দোলনকে কেন্দ্র করে ৪ আগস্ট রোববার কিশোরগঞ্জ সদর থানায় হামলা হয়েছিল। এখন থানায় কোন পুলিশ নেই। তারা পুলিশ লাইনে অবস্থান করছেন বলে জানা গেছে। এরপর থেকে সেনা সদস্যরা থানা পাহারার দায়িত্ব নিয়েছিলেন। ৬ আগস্ট মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা গেছে, কয়েকজন সেনা সদস্য সশস্ত্র অবস্থায় থানা চত্বরে দাঁড়িয়ে সতর্ক প্রহরা দিচ্ছেন। আরও কয়েকজন সেনা সদস্য থানার বাউন্ডারির ভেতর রাখা গাড়িতে অবস্থান করছেন। শহরের কোথাও পুলিশ নেই। তবে সেনা সদস্যদের মাঝে মাঝে শহরে টহল দিতে দেখা গেছে। অবশ্য সরকার এখন আনসার সদস্যদের সকল থানার দায়িত্ব দিয়েছে।
শহরের বহু দোকানপাট বন্ধ দেখা গেছে। বিশেষ করে জুয়েলারি দোকানসহ মূল্যবান সামগ্রির দোকানপাট বন্ধ দেখা গেছে।
জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল জানিয়েছেন, হামলা ও লুটপাটের ভয়ে ব্যবসায়ীরা দোকানপাট খুলতে সাহস পাচ্ছেন না। দু’এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে দোকানপাট খুলে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। ব্যাংকগুলোতেও প্রবেশ পথ বন্ধ করে কাজ করতে দেখা গেছে।
এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক রাকিবুল হাসান বলেছেন, তাঁর ব্যাংকেও নিরাপত্তার স্বার্থে বাইরের কলাপসিবল গেট বন্ধ করে কাজ করা হয়েছে।