# নিজস্ব প্রতিবেদক :-
দেশের প্রান্তিক পর্যায়ে বা দুর্গম গ্রামীণ পরিবেশে যুগ যুগ ধরে বাড়িতেই ধাত্রীদের হাতে সন্তান প্রসবের কাজটি হয়ে আসছে। কিন্তু সব ধাত্রীর উপযুক্ত প্রশিক্ষণ না থাকায় প্রসূতিদের জটিল অবস্থা বোঝার জ্ঞান তাদের থাকে না। যে কারণে কোন কোন প্রসূতিকে বাড়িতে প্রসব করানো যাবে, কাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর পরামর্শ দিতে হবে, সেই ধারণাও তাদের থাকে না। ফলে প্রায়ই চরম মূল্য দিতে হয়। কাজেই শিশু ও মাতৃ মৃত্যু হ্রাসে দক্ষ ধাত্রীর কোন বিকল্প নেই।
এ ধরনের বিপদ এড়ানোর লক্ষ্যে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় স্থানীয় সংস্থা পপির প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার ও বৃহস্পতিবার দু’দিনের ধাত্রী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। বিদেশি সংস্থা পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল ও পপির উদ্যোগে কিশোরগঞ্জ ও নেত্রকোণার হাওরের সাত উপজেলার ২১ জন ধাত্রীকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। তাদের মধ্যে কিশোরগঞ্জের নিকলী, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এবং নেত্রকোণার মদন, খালিয়জুড়ি ও মোহনগঞ্জ উপজেলা থেকে তিনজন করে ধাত্রী ছিলেন। প্রশিক্ষণ প্রদান করেন মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আলী ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল আমিন। এসময় পাথ ফাইন্ডারের জেলা সমন্বয়ক কামরুল ইসলাম এবং পপির প্রকল্প সমন্বয়ক সত্যেন্দ্রনাথ মিত্রও বক্তব্য রাখেন। প্রশিক্ষণে প্রসূতিদের সন্তান ধারণের শুরু থেকে প্রসব পর্যন্ত উপযুক্ত খাদ্য, নানা রকম শারীরিক জটিলতা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রসবকালীন করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক ধাত্রীকে প্রসূতিদের প্রয়োজনীয় ওষুধ ও উপকরণসহ একটি করে কিট বক্স প্রদান করা হয়।