# আফসার হোসেন তূর্জা :-
ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবে বাসস্ট্যান্ডে নিষিদ্ধ স্থানে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করে যাত্রী উঠা নামানোর অপরাধে ৭ গাড়ি চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১০ জুলাই বুধবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি। এই সময় উপস্থিত ছিলেন পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগম। অভিযানে সহযোগীতা করেন ট্রাফিক পুলিশের টিআইও নূর আলম ও ভৈরব থানা পুলিশের এসআই লুৎফর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার উপর নিষিদ্ধ জায়গায় গাড়ি পার্কিং ও গাড়ি থামিয়ে যাত্রী উঠা নামানোর অপরাধে ৭ চালককে ৮ হাজার ৭০০ টাকা জরিমানার পাশাপাশি চালকদের সচেতনতা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা নিবাহী ম্যাজ্রিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি বলেন, সড়কের মধ্যে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী উঠা নামানো করা হয়। যার কারণে ঢাকা-সিলেট মহাসড়ককের বিরাট যানজটের সৃষ্টি হয়। এতে করে এই মহাসড়ক দিয়ে চালাচল করা যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। সে জন্য এই সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন অমান্যকারী গাড়িগুলোকে জরিমানা করার পাশাপাশি চালকদের মধ্যে সচেতন করা হয়েছে।