# নিজস্ব প্রতিবেদক :-
সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কার দাবিতে কিশোরগঞ্জে শিক্ষার্থীরা ‘রোড ব্লকেড’ কর্মসূচী পালন করেছেন। আজ ১০ জুলাই বুধবার দুপুরে তাঁরা শহরের সরকারি গুরুদয়াল কলেজ থেকে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মিছিল বের করেন। মিছিলটি প্রায় দুই কিলোমিটার দূরে ঢাকা-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়পুল এলাকায় গিয়ে ‘রোড ব্লকেড’ কর্মসূচী পালন করে। এসময় আঞ্চলিক মহাসড়কসহ শহরমুখি সড়কে সকল প্রকার যানবাহন দীর্ঘক্ষণ আটকা পড়ে। নিকট গন্তব্যের অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
কর্মসূচী পালনকালে বক্তৃতা করেন ২০১৮ সালের কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক এনামুল হক ও সরকারি গুরুদয়াল কলেজের শিক্ষার্থী প্রশান্ত দাস। তারা বলেন, সরকার এর আগে কোটা প্রথা বাতিল করেছিল। কিন্তু সম্প্রতি হাইকোর্ট থেকে কোটা প্রথা বহাল রেখে একটি রায় হয়েছে। সেই রায় বাতিল করে কোটা সংস্কারই বর্তমান আন্দোলনের দাবি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে বক্তাগণ ঘোষণা দেন।