# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণ বাবদ সরকারের ৩ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা (মামলা নং-১) দায়ের করেছে। ৯ জুলাই মঙ্গলবার জেলা দুদকের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী বাদী হয়ে জেলা দুদকের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিনের কাছে পেনাল কোড ১৮৬০ এর ৪২০/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭ক/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫২(২) ধারায় মামলার এজাহার দায়ের করেছেন। এতে আসামি করা হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব সেতাফুল ইসলাম, জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের সাবেক অডিটর মো. সৈয়দুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, একে আল মামুন, মো. কামরুজ্জামান, মো. জাহাঙ্গীর আলম, মো. আনিছুর রহমান, মোহাম্মদ মাহমুদ হোসেন শিমুল, রায়হান উদ্দিন, জিলন খাঁন, আবুল কালাম ও আব্দুল হামিদকে। এরা পরস্পর যোগসাজসে ৩ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাত করেছেন মর্মে এজাহারে বলা হয়েছে। এছাড়াও অনুসন্ধানে দুদক ৮ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার ৩৬ টাকা ৪৩ পয়সার গড়মিল পেয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
দুদক উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে বলেছেন, মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে। আসামিরা এর আগে কারাভোগ করেছেন। বর্তমানে জামিনে আছেন। এদের বিরুদ্ধে আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও দুদক উপ-পরিচালক জানিয়েছেন।
অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ বাবদ এসব টাকা ভূমির মালিকদের পরিশোধ না করে অভিযুক্তরা ব্যক্তিগতভাবে আত্মসাত করেছেন মর্মে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, সেতাফুল ইসলামকে ২০১৭ সালের ৫ ডিসেম্বর কিশোরগঞ্জ থেকে পিরোজপুরে বদলি করা হয়েছিল। এর পরদিনই তিনি নিজ পদবীর বিপরীতে ট্রেজারি থেকে ৫ কোটি টাকার চেক ইস্যু করে সোনালী ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাত করেন বলে অভিযোগ উঠেছিল। এর ফলে তৎকালীন দুদকের সমন্বিত ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক রামপ্রসাদ মণ্ডল বাদী হয়ে ২০১৮ সালের ১৭ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় ৫ কোটি টাকা আত্মসাতের বিষয়ে মামলা দায়ের করেছিলেন। এদিকে ঢাকার দুদকের একটি দল ২০১৮ সালের ৬ মার্চ রাতে সদর উপজেলার কাতিয়ারচর এলাকায় অডিটর সৈয়দুজ্জামানের বাসা থেকে নগদ ৯২ লাখ টাকা উদ্ধার করেছিল। সেতাফুল ইসলাম ও সৈয়দুজ্জামানসহ কয়েকজন বেশ কিছুদিন কারাভোগও করেছেন। এরা বর্তমানে জামিনে আছেন।
সেই মামলাটির অভিযোগপত্র ইতোমধ্যে আদালতে জমা হয়েছে বলে জানিয়েছেন উপ-পরিচালক সালাহ উদ্দিন। মঙ্গলবার মামলাটি সরকারি অর্থ আত্মসাতের পৃথক মামলা বলে তিনি জানিয়েছেন।
মঙ্গলবার মামলার বিষয়ে কথা বলার জন্য সেতাফুল ইসলামের মোবাইলে ফোন করলে তিনি গাড়িতে আছেন বলেই সংযোগটি কেটে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।