# আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি :-
‘গ্রাহকদের অভিযোগ শুনবে না পল্লী বিদ্যুৎ’ এই প্রতিপাদ্যে মুখে কালো কাপড় বেঁধে দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা। ৯ জুলাই মঙ্গলবার দুপুরে সমিতি প্রাঙ্গণে ৯ম দিনের মতো তারা এই কর্মবিরতি পালন করছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে এই কর্মবিরতি পালন করছেন তারা।
এ সময় বক্তব্য রাখেন, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম মো. মোক্তার হোসেন, ইসি শফিউল্লা আল শামীম, বিলিং সহকারী খালেদা আক্তারসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, আমাদের দাবী পুরণ না হলে আন্দোলন আরো কঠোর হবে। আমরা এখন গ্রাহকদের অভিযোগ শোনা বন্ধ করে দিয়েছি। আগামী দিনে আমরা আরো কঠিন সিদ্ধান্ত নেব। এই সমস্যা সমাধানে আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।