# নিজস্ব প্রতিবেদক :-
বন্ধু চুলার পাওনা টাকা চাইতে গেলে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের মহিলা মাঠকর্মিকে মাটিতে ফেলে দিয়ে চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা করেছেন এক মুদি ব্যবসায়ী। হুমকি দিয়ে বলেছেন, ‘বহু পুলিশ আর এলাকার অনেকের হাত-পা কেটেছি। তোকেও কোপাবো।’ এমনই অভিযোগ করেছেন বন্ধু ফাউন্ডেশনের হোসেনপুরের মাঠকর্মি খোশনাহার আক্তার। স্বপন নামে ওই ব্যবসায়ী বন্ধু ফাউন্ডেশনের জেলার সহকারী ব্যবস্থাপক সাকিব মিয়াকেও অকথ্য ভাষায় গালাগাল করে হত্যার হুমকি দিয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, হোসেনপুরের পুমদী ইউনিয়নের রামপুর বাজারের মুদি ব্যবসায়ী স্বপন মিয়াকে বাকিতে মে মাসে ৭০০ টাকা দামের একটি বন্ধু চুলা দেওয়া হয়েছিল। ৮ জুলাই সোমবার চুলার পাওনা টাকা আদায় এবং চুলা বসানোর জন্য সহকারী ব্যবস্থাপক শাকিব মিয়া ও মাঠকর্মি খোশনাহার স্বপনের কাছে গেলে টাকা দিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে খোশনাহারকে ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে তাঁকে চাপাতি নিয়ে কোপ মারার ভয় দেখায়। এসময় চিৎকার করে স্বপন বলতে থাকেন, চাপাতি দিয়ে পুলিশসহ এলাকার অনেকের হাত-পা কেটেছে। খোশনাহারকেও কোপাবেন। সহকারী ব্যবস্থাপককেও গালাগাল এবং হত্যার হুমকি দেন।
বিষয়টি নিয়ে খোশনাহার স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহমত উল্লাহর কাছে নালিশ করেছেন। রহমত উল্লাহ জানিয়েছেন, তিনি ঘটনা জানার পর খোশনাহারকে বসিয়ে রেখে স্বপনকে ফোন করে দেখা করার কথা বললেও স্বপন যাননি।
স্বপনকে এ বিষয়ে প্রশ্ন করলে বলেন, খোশনাহার চারদিন আগে বাড়িতে গিয়ে চুলার টাকার জন্য স্বপনকে তাগিদ দেন এবং মেজাজ দেখান। তখন তিনিও দুর্ব্যবহার করেন। তবে সোমবার মাটিতে ফেলে দিয়ে চাপাতি দিয়ে কোপানোর হুমকির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ইউপি সদস্যের সাথে দেখা করে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন।