• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে পচা ডিমে কেক তৈরি ও ভেজাল শিশু খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা জরিমানা কুলিয়ারচরে রুরাল কেজি এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে মুদির দোকানে অগ্নিকাণ্ডে ৬ লক্ষ টাকার ক্ষতি শোক-শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নিলেন ভৈরবের প্রবীণ ভাষা সৈনিক জহিরুল হক কটিয়াদীতে দৃষ্টিশক্তি হারিয়ে থেমে গেছে মর্জিনার লেখাপড়া করিমগঞ্জের গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে বিএনপির কৃষক দলের সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত বিনামূল্যে প্রশিক্ষণ শেষে ১১ নারী পেলেন সেলাই মেশিন ভৈরবে জেটি নির্মাণে নদীর পাড় এলাকা অধিগ্রহণ কমিটি পরিদর্শন জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা ভৈরব শাখার আয়োজনে ব্লু-বার্ড স্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ভৈরব মানবপাচার চক্রের খপ্পরে অর্ধশতাধিক পরিবার নিঃস্ব, ১০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

# মিলাদ হোসেন অপু :-
দূর প্রবাস ইউরোপের দেশ ইতালিতে পাঠানোর কথা বলে মানব পাচারকারী সদস্য রাসেল মিয়ার বিরুদ্ধে একাধিক পরিবারের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দালাল রাসেলকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। রাসেল মিয়া ভৈরব পৌর শহরের তাঁতারকান্দি এলাকার কুদ্দুছ মিয়ার ছেলে। ৪ জুন বৃহস্পতিবার রাতে তাঁতারকান্দি এলাকায় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাসেলের বিরুদ্ধে মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন শহরের কমলপুর দরশন সিনেমা হল পাড়া এলকার এবাদুল্লাহ। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম।
ভুক্তভোগীরা জানায়, রাসেল তার আত্মীয় লিবিয়া বসবাসরত ইয়াকুবের মাধ্যমে যোগসাজসে ভৈরবসহ বিভিন্ন এলাকার প্রায় ৭৫/৮০ জন লোককে লিবিয়া পাঠিয়ে সাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইতালি পাঠাবে বলে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রথমে দুবাই পরে লিবিয়া নিয়ে সমুদ্রপথে ইতালি ডাঙ্গী দিবে বলে টাকা নেয়। পরে লিবিয়া নিয়ে মাফিয়াদের সাথে কন্ট্রাক করে তাদের হেফাজতে নিয়ে প্রত্যেকের জন্য মুক্তিপণে প্রায় ১০/১৫ লক্ষ টাকা দাবী করে। প্রথম চুক্তিতে ১০ লক্ষ টাকা পরে ইতালি ডাঙ্গী দিতে ৫ থেকে ৭ লক্ষ টাকা নিয়েছে। মাফিয়াদের কথা বলে তাদের কাছে আটকিয়ে রেখে মুক্তিপণের ১০ থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
এদিকে এই চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়ে পড়েছে অনেক পরিবার। কেউ বিক্রি করেছে জমি, কেউ বিক্রি করেছে বাড়ি, কেউ বিক্রি করেছে স্বর্ণালঙ্কার, কেউ অধিক সুদে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। সন্তানকে পাঠাতে নিজের সহায়সম্বল বিক্রি করে পথে বসেছে একাধিক পরিবার।
এ বিষয়ে ভুক্তভোগীদের আরো অভিযোগ, তাদের লোকজন লিবিয়ায় অপহরণকারীদের হাতে বন্দি হয়ে আছে, আবার কেউ কেউ লিবিয়ায় জেলে রয়েছে। অপহরণকারীরা তাদেরকে অমানুষিক নির্যাতন অত্যাচার করছে মুক্তিপণের টাকা দিতে। টাকা না দিলে তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের মধ্যে অনেকেই তাদের সন্তানদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এ ঘটনার জন্য আটককৃত রাসেল মিয়া দায়ী বলে তারা অভিযোগ করেন।
জানা গেছে, লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইতালি পাঠাতে যারা রাসেল মিয়াকে টাকা দিয়েছে তারা হলো, শহরের কমলপুর দরশন সিনেমা হল পাড়া এলাকার এবাদুল্লাহর ছেলে রাকিবুল হাসান, তিনি দিয়েছেন ১৪ লক্ষ ৫০ হাজার টাকা। জগন্নাথপুর উত্তর পাড়া এলাকার জামাল মিয়ার ছেলে বাদশা মিয়া, তিনি দিয়েছেন ১৪ লক্ষ টাকা। একই এলাকার আক্তার হোসেনের ছেলে জুয়েল, তিনি দিয়েছে ১৩ লক্ষ টাকা। উপজেলার তুলাকান্দি গ্রামের ইকবাল মিয়ার ছেলে আলী হোসেন, তিনি দিয়েছেন ১৭ লক্ষ টাকা। একই এলাকার গোলাম মোস্তফার ছেলে মোস্তাকিম, তিনি দিয়েছে ২৪ লক্ষ টাকা। এমনিভাবে সজীব ও তোফায়েল ২২ লক্ষ টাকা, হাছেন আলীসহ তিনজনে ৪০ লক্ষ টাকা, সুমন ১৪ লক্ষ টাকা, রোকেল ৮ লক্ষ টাকা, আজিজুল ৬ লক্ষ ৫০ হাজার টাকা, ইমন ১০ লক্ষ টাকা, কাঞ্চন ১২ লক্ষ টাকা, মানিক মিয়ার ছেলে আরিফ ৮ লক্ষ টাকা রাসেলকে দিলেও সে তাদেরকে লিবিয়া পাঠিয়ে বিপদে ফেলেছে বলে তাদের অভিযোগ। এ ঘটনায় এ নিউজ লেখা পর্যন্ত মোট ৭৪ জনের তালিকা পাওয়া গেছে। তবে সময় যত যাচ্ছে ভুক্তভোগীদের সংখ্যাও তত বাড়ছে।
তারা সবাই মিলে প্রায় ১০ কোটি টাকা রাসেলকে দেয়ার পরও গত ৬ মাসের মধ্যে অভিযুক্তদের কাউকে ইতালি পাঠাতে পারেনি রাসেল। এদের মধ্যে কয়েকজন লিবিয়া কারাগারে জেলে বন্দি রয়েছে। আবার কেউ কেউ অপহরণকারীদের হাতে বন্দি আছে বলে পরিবারগুলোর অভিযোগ। টাকা নেয়ার পর দীর্ঘদিন যাবত পালিয়ে ছিল অভিযুক্ত রাসেল। ভুক্তভোগীরা মানব পাচারকারী রাসেলের সাথে কয়েকমাস যাবত যোগাযোগ করতে পারছিলেন না। ৪ জুলাই বৃহস্পতিবার রাতে সে বাড়ি এলে জনতাসহ ভুক্তভোগীরা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসে।
ভুক্তভোগীদের দাবী, অপহরণকারীরা অপহৃতদেরকে নির্যাতন করে নির্যাতনের ভিডিও পাঠাচ্ছে এদেশে পরিবারের কাছে। তারা নতুন করে কারো কারো কাছ থেকে ১০ থেকে ১২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে। এত পরিমাণ টাকা কোন পরিবারের দেয়ার সাধ্য নেই বলে জানান ভুক্তভোগীরা। এমনিতেই ঘরবাড়ি, জমিজমা, স্বর্ণালঙ্কার বা মূল্যবান জিনিষপত্র বিক্রি করে রাসেলকে টাকা দিয়েছে সন্তানকে ইতালি পাঠানোর আশায়। প্রত্যাশা ছিল তাদের সন্তানরা স্বপ্নের দেশ ইতালি গিয়ে রোজগার করে সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনবে। কিন্তু সেই আশা ধুলিস্যাৎ করে দিয়েছে মানবপাচারকারী রাসেল চক্র।
এ বিষয়ে ভুক্তভোগী ও মামলা বাদী শাকিবুল হাসানের বাবা এবাদউল্লাহ বলেন, ইতালি পৌঁছানো পর্যন্ত আমার ছেলের বডি কন্ট্রাকের নামে ১৪ লক্ষ ৫০ হাজার নেয় রাসেল। কিন্তু মাফিয়ার কথা বলে আরো ১০ লক্ষ টাকা দাবী করছে। আমি এমনিতেই নিঃস্ব। এত টাকা পাবো কই? আমার ছেলেকে কিভাবে ছাড়িয়ে আনবো কিছুই বুঝতেছি না। তাই থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েছি।
ইউনুছ মিয়া বলেন, আমার ছেলে ফারুককে ইতালি পাঠাতে রাসেলকে ২৪ লক্ষ টাকা দিয়েছি চারমাস আগে, এখন ছেলের খোঁজ নেই। শুনেছি অপহরণকারীদের হাতে লিবিয়ায় বন্দি।
রাসেলের বাবা হানিফ মিয়ার অভিযোগ, আমার ছেলেকে ইতালি পাঠাতে ৭ লক্ষ টাকা দিয়েছি কিন্তু সে এখন লিবিয়ার জেলে বন্দি।
১০ সন্তানের জননী জিয়াসমিন আক্তার বলেন, আমার ৯ মেয়ের পরে একমাত্র ছেলে আরিফ। আমি একটি বিড়ি ফ্যাক্টরিতে মেয়েদের নিয়ে কাজ করি। তিল তিল করে টাকা জমিয়ে ছেলেকে ইতালি পাঠাতে রাসেলকে ৮ লক্ষ টাকা দিয়েছি। এখন ছেলে লিবিয়া পড়ে আছে কিন্তু ইতালি পাঠাবে বার বার বলেও লিবিয়ায় ফেলে রেখেছে।
অভিযুক্ত রাসেলের ভাই রোমান বলেন, আমার ভাই দীর্ঘদিন লিবিয়া ছিল। সেখানে দিনাজপুরের ইয়াকুব ও লিবায়ান হায়দারের সাথে মিলে অনেককে ইতালি পাঠিয়েছে। এত মানুষের অভিযোগ দেখা আমি হতভম্ব। টাকার লেনদেনের বিষয়ে আমি কিছুই জানি না।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, মানবপাচারকারী রাসেলকে বৃহস্পতিবার রাতে জনতা আটক করেছে। খবর পেয়ে পুলিশ তার নিরাপত্তার জন্য উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখন ভুক্তভোগীদের মধ্যে এবাদুল্লাহ মানব পাচার আইনে মামলা করেছে। বাকীরা অভিযোগের প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ১০ থেকে ১২ জনের কাছ থেকে বিদেশের কথা বলে টাকা নিয়েছে বলে স্বীকার করেছে। রাসেলকে গ্রেপ্তার দেখিয়ে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *