# মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ১৬নং রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেনকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রশাসকের সুপারিশের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ১ জুলাই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, খন্দকার মনির হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত দায়রা মামলা নং-৭৫১/২০২১ এবং জি. আর নং-৮০/২০২০ নং মামলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ব্রাহ্মণবাড়িয়া ও যুগ্ম-দায়রা জজ, ২য় আদালত, ব্রাহ্মণবাড়িয়ায় চার্জ গঠন করা হয়েছে।
এছাড়াও, তার বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে সরকার মনে করে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, খন্দকার মনির হোসেন কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম বলেন, আমরা এ বিষয়ে মন্ত্রণালয় থেকে অবগত হয়েছি, পরিষদের কার্যক্রম চলমান রাখতে প্যানেল চেয়ারম্যান’কে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে, খন্দকার মনির হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।