• বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রথমে দেখলে মনে হবে বিয়ে বাড়ি ভৈরবে নির্মাণধীন বিল্ডিংয়ের দেয়াল ধসে দুই শিশু গুরুতর আহত বিকল পিকআপের পিছন থেকে আরেক মিনি পিকআপের সজোরে ধাক্কা বাপ ছেলেসহ তিনজন গুরুতর আহত সাবেক রাষ্ট্রপতির ছোটবোন সাবেক উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম মারা গেছেন জুলাই সনদের অনিশ্চয়তা নিয়ে জুলাই যোদ্ধার আবেগী স্ট্যাটাস দাদার লাশ দেখতে গিয়ে নাতনিও হয়ে গেল লাশ ‘পাতানো নির্বাচন করে পার পাবে না ইউনূসের সরকার নির্বাচন বয়কট করা হবে’ ……… আবু হানিফ ভৈরবে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা নদীপাড়ে শরতের কাশফুলে বিমোহিত প্রকৃতিপ্রেমীরা অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সাথে ভৈরব পৌর মেয়রের সাক্ষাত

# নিজস্ব প্রতিবেদক :-
২৭ জুন বৃহস্পতিবার ঢাকা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু। এ সময় মেয়রের সাথে ছিলেন, ভৈরব পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শাহজাহান মিয়া। সাক্ষাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ভৈরব পৌর এলাকার পানি সরবরাহ শাখার পাইপ লাইনের মেরামতের বরাদ্ধের আবেদন করেন। এ সময় প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ মেয়রের আবেদনের কথা শুনে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত এর সমাধানের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন।
তাছাড়াও নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (ওটএওচ) প্রকল্প পরিচালক মো. আবদুল বারেক এর দপ্তরে উপস্থিত হয়ে চলমান প্রকল্পগুলো ত্রুত অনুমোদনের জন্য আলোচনা করেন। প্রকল্প পরিচালক মো. আবদুল বারেক চলমান উন্নয়নমূলক কাজ দ্রুত সময়ের মধ্যে অনুমোদন দিবেন বলে আশ্বস্ত করেছেন।
ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু বলেন, আমি পৌরসভার প্রকৌশলী শাহজাহান মিয়াকে নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মহোদয়ের সাথে ভৈরবের পানি সরবরাহের পাইপ লাইন ও বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছি। আশা করছি খুব শীঘ্রই ভৈরব পৌরবাসী এর সুফল পাবে ইনশাল্লাহ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *