# নিজস্ব প্রতিবেদক :-
তাড়াইলে গভীর রাতে ৯ মাসের শিশুর গলায় ছুরি ধরে মাকে (১৯) ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এদিকে মেয়েটির গ্রামের লোকজন ধর্ষক মো. আনুকে (২৫) ধরে নেওয়ার জন্য ওই গ্রামে হামলা করলে দুই গ্রামের সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। তবে পুলিশ ধর্ষক আনুকে গ্রেপ্তার করেছে। ৩০ জুন রোববার রাত ১১টায় সময়ও সংঘর্ষ চলছিল। পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।
মামলার বিবরণে জানা যায়, তাড়াইল উপজেলার পংপাচিহা গ্রামের একটি পরিবার পার্শ্ববর্তী দশদ্রেুাণ গ্রামে বসতি স্থাপন করে বসবাস করছে। ওই পরিবারের মেয়েটি ৯ মাসের শিশুকে নিয়ে বাবার বাড়িতে থাকেন, আর স্বামী ঢাকায় ব্যবসা করেন। ২৯ জুন শনিবার রাতে দশদ্রেুাণ গ্রামেরই নূরুল আমিনের ছেলে পেশাদার চোর আনু মেয়েটির ঘরে ঢুকে শিশুর গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে মেয়েটিকে পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটি ৩০ জুন রোববার তাড়াইল থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি মনসুর আলী আরিফ।
এদিকে মেয়েটির সাবেক গ্রাম পংপাচিহা গ্রামের লোকজন ঘটনা জানতে পেরে রোববার দুপুরে দশদ্রেুাণ গ্রামে হামলা চালায় ধর্ষককে ধরে নিয়ে যাওয়ার জন্য। এতে আবার দশদ্রেুাণ গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।
ওসি মনসুর আলী আরিফ জানিয়েছেন, ধর্ষক আনুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় অন্তত ৮টি চুরি ও মাদকের মামলা রয়েছে। একাধিকবার কারাবরণও করেছে।