• বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রথমে দেখলে মনে হবে বিয়ে বাড়ি ভৈরবে নির্মাণধীন বিল্ডিংয়ের দেয়াল ধসে দুই শিশু গুরুতর আহত বিকল পিকআপের পিছন থেকে আরেক মিনি পিকআপের সজোরে ধাক্কা বাপ ছেলেসহ তিনজন গুরুতর আহত সাবেক রাষ্ট্রপতির ছোটবোন সাবেক উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম মারা গেছেন জুলাই সনদের অনিশ্চয়তা নিয়ে জুলাই যোদ্ধার আবেগী স্ট্যাটাস দাদার লাশ দেখতে গিয়ে নাতনিও হয়ে গেল লাশ ‘পাতানো নির্বাচন করে পার পাবে না ইউনূসের সরকার নির্বাচন বয়কট করা হবে’ ……… আবু হানিফ ভৈরবে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা নদীপাড়ে শরতের কাশফুলে বিমোহিত প্রকৃতিপ্রেমীরা অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে

কিশোরগঞ্জ পৌরসভার ২২০ কোটি টাকার বাজেট নতুন করারোপ হয়নি

কিশোরগঞ্জ পৌরসভার
২২০ কোটি টাকার বাজেট
নতুন করারোপ হয়নি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা হয়েছে। মেয়র মো. পারভেজ মিয়া আজ সোমবার দুপুরে পৌর ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে ২২০ কোটি ৩০ লাখ ৮ হাজার ২৭৯ টাকা ৯৪ পয়সার বাজেট ঘোষণা করেন। এতে বিভিন্ন খাতে আয় ধরা হয়েছে ১১১ কোটি ২৬ লাখ ১৬ হাজার ২০৩ টাকা ৪৯ পয়সা। আর বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ১০৯ কোটি তিন লাখ ৯২ হাজার ৭৬ টাকা ৪৫ পয়সা। উদ্বৃত্ত দেখানো হয়েছে দুই কোটি ২২ লাখ ২৪ হাজার ১২৭ টাকা চার পয়সা। বাজেটে নতুন কোন করারোপ করা হয়নি।
গত অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছিল ৫১ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার ৬৩৮ টাকা ২৭ পয়সার। এর মধ্যে আয় ধরা হয়েছিল ২৭ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৪৯১ টাকা ৩৮ পয়সা। ব্যয় ধরা হয়েছিল ২৪ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ১৬৬ টাকা ৮৯ পয়সা। উদ্বৃত্ত ধরা হয়েছিল তিন কোটি ২২ লাখ ৫২ হাজার ৩০৪ টাকা ৪৯ পয়সা।
পৌরবাসীর প্রধান ভোগান্তি হয় মূলত চারটি খাতে। ড্রেনেজ ব্যবস্থা, সড়কের মান, মশক এবং সড়ক বাতি। মেয়র পারভেজ মিয়া বাজেট বক্তৃতায় জানিয়েছেন, এবার ডেঙ্গুর কারণে মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে। সেই কারণে বরাদ্দ বাড়ানো হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা এবং সড়ক সংস্কারের কিছু প্রকল্প বাস্তবায়নাধীন আছে। সেগুলি সম্পন্ন হলে ভোগান্তি অনেকটাই লাঘব হবে। এছাড়া পৌর এলাকার সড়কগুলোতে এলইডি লাইট স্থাপনের একটি প্রকল্প প্রক্রিয়াধীন আছে। সেটি সম্পন্ন হলে রাতের বেলার নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বাজেট বাস্তবায়নে নিয়মিত পৌর কর পরিশোধসহ পৌরবাসীর কাছে সকল প্রকার সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আব্দুল গণি মিয়া, প্রশাসনিক কর্মকর্তা হাসান জাকির বাপ্পী, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা জাকির হাসানসহ ওয়ার্ড কাউন্সিলরগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *