# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে হাঁসের খামারে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ সন্তানের জননী দীপা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
২৯ জুন শনিবার সকালে উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের বিএসসি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দীপা আক্তার একই গ্রামের মো. গোলাপ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে বসত বাড়ির পাশে তাদের হাঁসের খামারে খাবার দিতে গেলে হঠাৎ পা পিছলে বৈদ্যুতিক তারের উপর পড়ে যায় সে। এতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নাড়াছাড়া করতে থাকলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো বিষয়টি নিশ্চিত করেছেন।