# নিজস্ব প্রতিবেদক :-
বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘আলোর ইশকুল’ আলোকচিত্র কর্মসূচির ৯ম আবর্তনের ফটোওয়ার্ক ২৮ জুন শুক্রবার ভৈরবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা থেকে আগত ৬০ জন আলোকচিত্রশিল্পী নিয়ে সারাদিন ব্যাপি ভৈরবের জীবনবৈচিত্র তুলে ধরার চেষ্টা চলে সারাদিন। বাণিজ্যিক কেন্দ্র ভৈরবের মেঘনা নদীর পার, ভৈরব বাজারসহ আরও বিভিন্ন স্থান ক্যামেরাবন্দি করার মাধ্যমে ভৈরবের জনজীবন, সংস্কৃতি, ঐতিহ্য, আর্থ-সামাজিক অবস্থা, পরিবেশ ইত্যাদি ফুটিয়ে তোলার চেষ্টা করেন আলোকচিত্রশিল্পীরা। সারাদিনব্যাপী এই ফটোওয়ার্কে ‘ভৈরব আলোকচিত্র সংসদ’ ছিল সহচর হিসেবে।
‘আলোর ইশকুল’ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী এবং ১৮ বছরের ঊর্ধ্বের যেকোনো ব্যক্তিকে বিশ্বসংগীত, সাহিত্য, নৃত্য, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য, চলচ্চিত্র, ইতিহাস, দর্শন, বিজ্ঞান, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, পরিবেশসহ বিভিন্ন শাখায় জ্ঞান আহরণের সুযোগ প্রদান করে। সাত পর্বের এই আলোকযাত্রা প্রতি পাঁচ বছরে একবার করে আবর্তিত হয়, যেখানে ১০০টি উৎকর্ষ চক্রের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন শাখার জ্ঞান লাভ করতে পারে।